সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“টুকড়ে টুকড়ে গ্যাংয়ের মু’খ কংগ্রেসের নে’তা আগামী ১০০ বছরেও ক্ষমতায় আ’স’বে না: মোদি

রাহুল গান্ধীর নিশানায় বারবার জর্জরিত হতে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। কিছুদিন আগে পর্যন্ত সংসদের ভাষণে তিনি বারবার কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রীকে। রাহুলের অভিযোগ ভারতবর্ষকে লাঠি দেখিয়ে শাসন করা হচ্ছে। সম্প্রতি নিজের বক্তব্যে রাহুল গান্ধী দেশের আম্বানি এবং আদানিদের মত শিল্পপতিদের এএ ভেরিয়েন্ট বলে উল্লেখ করেছিলেন! যার পরিপ্রেক্ষিতে রাহুলের কড়া নিন্দা করলেন প্রধানমন্ত্রী।

রাহুল গান্ধীর নিশানায় বারবার জর্জরিত হতে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। কিছুদিন আগে পর্যন্ত সংসদের ভাষণে তিনি বারবার কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রীকে। রাহুলের অভিযোগ ভারতবর্ষকে লাঠি দেখিয়ে শাসন করা হচ্ছে। সম্প্রতি নিজের বক্তব্যে রাহুল গান্ধী দেশের আম্বানি এবং আদানিদের মত শিল্পপতিদের এএ ভেরিয়েন্ট বলে উল্লেখ করেছিলেন! যার পরিপ্রেক্ষিতে রাহুলের কড়া নিন্দা করলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর বক্তব্য, কংগ্রেস আগামী 100 বছর ক্ষমতায় আসতে পারবে না। তার দাবি বিরোধীরা দেশের সম্পর্কে বিভিন্ন জায়গাতে নেতিবাচক কথা বলছে। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে তারা। তাদের ভেবে দেখতে হবে তারা সত্যি সত্যিই আবার ক্ষমতায় আসতে চাইছেন কিনা।

দেশ সম্পর্কে যারা এমন বক্তব্য করছেন, তারা কার্যত আগামী দিনে আর ক্ষমতায় না আসার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এদিন কার্যত রাহুল গান্ধীর পাশাপাশি গোটা কংগ্রেসকেই নিজের নিশানায় বিদ্ধ করেছেন প্রধানমন্ত্রী।

তার দাবি এত হারের পরেও কংগ্রেসের অহংকার যায়নি। রাহুল গান্ধীকে কটাক্ষ করে তিনি বলেছেন, যারা রাজমহলে জন্মেছেন তারা কখনোই ছোট ছোট কৃষকদের দুঃখ বোঝেননি। কৃষি আইন নিয়েও কংগ্রেসের অবস্থানের পরিপ্রেক্ষিতে প্রশ্ন তুলেছেন তিনি।

আরো পড়ুন: রান্নার গ্যাস বাড়ি বাড়ি পৌঁ’ছে যা’বে পাইপ লাইনের মা’ধ্য’মে, উ’দ্যো’গ নিয়েছে রাজ্য সরকার

প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর আমলের প্রসঙ্গ তুলে ধরে কংগ্রেসের অর্থনীতি নিয়ে প্রশ্ন তোলেন। নিজের বক্তব্যে রাহুল গান্ধীকে ‘হাসির খোরাক’ বলে কটাক্ষ করেছেন তিনি। প্রধানমন্ত্রীর দাবি শিল্পপতিদের সম্পর্কে অযাচিত মন্তব্য করে রাহুল গান্ধী নিজেকে হাসির খোরাক করে তুলেছেন। মোদি আরো বলেছেন, মেক ইন ইন্ডিয়া নিয়েও একসময় মজা করা হতো।

তবে যারা মজা করতেন তারাই আজ মজার খোরাক হয়ে গিয়েছেন। রাহুল গান্ধীকে কটাক্ষ করে তিনি বলেন কংগ্রেস ডিভাইড এন্ড রুল নীতি মেনে চলে। যদিও এদিন সংসদে উপস্থিত অধীর চৌধুরী প্রধানমন্ত্রীর প্রত্যেক কথার জবাব দিচ্ছিলেন। তবে প্রধানমন্ত্রী বলেন যারা ইতিহাস থেকে শিক্ষা নেয় না তারা ইতিহাসে হারিয়ে যায়।