সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২০২৪ সালেও জি’তে প্রধানমন্ত্রী হবেন মোদি: অমিত শাহ

এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভুয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর। কিছুদিন আগেই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী সাংবিধানিক পদে কুড়ি বছর পূর্ণ করলেন ভারতীয় রাজনীতিতে । আর সেই উপলক্ষে অমিত শাহ মোদীজী সম্পর্কে কিছু বক্তব্য পেশ করেন যেগুলো যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

তিনি আশাবাদী ২০২৪ সালের লোকসভা নির্বাচনের মোদিজিরই জয় হবে, কারণ তিনি সব সময় দেশের কথা ভাবেন। বিগত কুড়ি বছরেও নিজের জন্য একটি ছুটিও নেন নি, অবিরত কাজ করে গেছেন দেশের সেবায়। এমনকি জনগণের সমস্যাকে তিনি নিজের সমস্যা বলে মনে করেনয় মোদির আমলে যা কিছু স্বপ্ন ছিল তা আজ অনেকাংশই বাস্তবে রূপায়িত হয়েছে, যেমন সার্জিক্যাল স্ট্রাইক ,এয়ারস্ট্রাইক যেগুলো আমরা আগে আমেরিকা করতে পারে বলে জেনেছিলাম তা আজ ভারতে করে দেখিয়েছে।

ভারত আজ অর্থনৈতিকভাবে বিশ্বের 5 থেকে 6 নম্বরে স্থান করে নিয়েছে। আগামী দিনে আরও উচ্চতর স্থান নেবে বলে আশাবাদী তিনি। অমিত শাহ এছাড়া আরো বলেন যে, যেদিন গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীজি শপথ নিয়েছিলেন সেদিন অনেকেরই মনে ভয় হয়েছিল কারণ তাঁর কোনো প্রশাসনিক কাজের বিষয়ে অভিজ্ঞতা ছিলনা। সেই গুজরাট কে পুরো আমূল বদলে দিয়েছেন নরেন্দ্র মোদী।

মানুষের চিন্তা ভাবনাও তার ওপর বদলাচ্ছেন যে কারণে ২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী পর ২০১৪ এবং ২০১৯ এও তিনিই ভারতের প্রধানমন্ত্রী পদে আসীন আছেন অর্থাৎ মানুষ তার ওপর ভরসা করছে, এটি স্পষ্ট। আশা করা যায় জনগণের বিশ্বাসকে তিনি অবহেলা করবেন না আগামীদিনেও।