Home দেশ কিলির ম’তো ভিডিও পো’স্ট করে ভারতীয় ভাষাকে বি’শ্বে জনপ্রিয় করার আহ্বান মোদির

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কিলির ম’তো ভিডিও পো’স্ট করে ভারতীয় ভাষাকে বি’শ্বে জনপ্রিয় করার আহ্বান মোদির

কিলি পল বর্তমানে এই নামটি খুবই জনপ্রিয়, কারণ সোশ্যাল মিডিয়ার পর্দায় তিনি এখন দৈনিকের পথচারী। তার রিলস এখন বিশ্ববিখ্যাত। ভারতীয় ভাষার গানে তার লিপসিং, তার ভারতীয় ভাষাকে আপন করে নেওয়ার আগ্রহ যা খুবই প্রশংসনীয় বলেই মনে করে ভারতীয়রা।

তানজানিয়ার এই যুবক ইতিমধ্যেই তানজানিয়ার ভারতীয় হাই কমিশনের তরফ থেকে পুরষ্কৃত হয়েছে, ভারতীয় সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য। এবার এই কিলি পলের কথাই টেনে মানকি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, দেশের ছোটদের উৎসাহিত করতে চেয়েছে।

তিনি জানিয়েছেন এই শিল্পীর মতো ভারতীয় সংস্কৃতি কে তুলে ধরার আগ্রহ পোষণ করতে হবে আমাদের।আমাদের বিশ্বের দরবারে ভারতকে এমনভাবে তুলে ধরতে হবে, আমাদের দেশের ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কে সবাই অবগত হয়। যাতে সবাই বলতে বাধ্য হয় হামারা ভারত মহান।

আরো পড়ুন: কোনো অ’শা’ন্তি হয়নি ভোটে, জো’র করে বনধ হলে ক’ড়া ব্যবস্থা: রাজ্য পুলিশের ডিজি

কিলি যেভাবে ভারতীয় ভাষা জনপ্রিয় করে তুলেছে সারা বিশ্বের দরবারে, সেই ভাবেই আমাদের দেশে ছোটরাও এগিয়ে আসুক। তিনি বলেন, আমি দেশের ছোটদের উদ্দেশ্য করে বলছি, কিলি যেভাবে ভারতীয় ভাষাকে ব্যবহার করে ভিডিও বানাচ্ছে।

আমাদের দেশের ভাষা গুলো নিয়ে তোমরাও সকলে ভিডিও বানাও। এতে ভারতকে চেনার আরেকটি নতুন সংজ্ঞা তৈরি হবে। আমাদের ভাষা সম্পর্কে সবাই অবগত হবে। এবং আমাদের দেশের ভাষা বিশ্বের দরবারে জনপ্রিয় হয়ে উঠবে।

এর সাথে প্রধানমন্ত্রী কিলি ও নিমার প্রশংসা করে বলেছেন, এই সঙ্গে ভারতীয় সংগীতের প্রতি যে অনুরাগ কিলি ও নিমার সেটা সত্যি প্রশংসনীয়। তারা লতা দিদিকে সম্মান জানিয়ে গান করেছে। তারা আমাদের জাতীয় সঙ্গীত গেয়েছে, যার জন্য আমরা সবাই কৃতজ্ঞ।

আরো পড়ুন: এ’বা’র বুঝেছেন তো কেন একবার পড়া কাপড় দ্বিতীয়বার পড়েন না নীতা আম্বানি?

কিলি একের পর এক হিন্দি গানের সাথে লিপসিং করেছেন, রিলস বানিয়েছেন। তার এই সব ভিডিও দারুন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অঙ্গভঙ্গি থেকে শুরু করে ভারতীয় ভাষার প্রতি ভালোবাসা দেখে সবাই আরো আপন করে নিয়েছে কিলিকে।

এই ভাবেই যাতে আরো বিদেশি মানুষজন আমাদের ভারতীয় ভাষাকে দুহাত ভরে আপন করে নেয় ও জনপ্রিয় করে তোলে সেই আর্জি জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।।