সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মিয়া খলিফার মৃ’ত্যু হয়েছে! ফেসবুক পেজ হ’লো মেমোরিয়াল পেজ

মিয়া খলিফার মৃত! এই খবরে রাতারাতি হইচই পড়ে গেল সোশ্যাল মিডিয়াতে। এর কারণ প্রাক্তন পর্নস্টারের ফেসবুক প্রোফাইলে রাতারাতি ভেসে উঠলো মেমোরিয়াল লেখাটি। 4.2 মিলিয়ন ভক্তদের মধ্যে তখন রীতিমতো হইচই পড়ে গিয়েছে। অবশেষে আশ্বস্ত করলেন খোদ মিয়া খলিফা। না, পরপার থেকে নয় মোটেই। মিয়া খলিফা তার ভক্তদের জানালেন তিনি এখনও মরেননি এবং বরং বেশ ভালই আছেন!

1975 সালে মুক্তি পাওয়া ইংরেজি ছবি মন্টি পাইথন অ্যান্ড দ্য হলি গ্রেইল ছবির একটি দৃশ্য থেকে মিম তৈরি করে ফেলে নিজস্ব স্টাইলে নিজের সুস্থ থাকার খবর প্রচার করলেন মিয়া। এতে আশ্বস্ত হলেন তার কোটি কোটি ভক্ত। ফেসবুকে মিয়া খলিফার ভেরিফায়েড একাউন্ট মেমোরিয়াল হিসেবে উল্লেখ করা হয়েছিল। এই কাণ্ড ঘিরেই এই বিপত্তি। অবশেষে সকলকে আশ্বস্ত করলেন প্রাক্তন পর্ন স্টার।

মিয়ার মেমোরিয়াল ফেসবুক প্রোফাইল

উল্লেখ্য সামাজিক মাধ্যমে প্রায়শই প্রিয় তারকাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। দুই হাজার কুড়ি সালের একবার মিয়া খলিফার মৃত্যুর খবর রটে গিয়েছিলো। তবে সেবার অবশ্য খবর রটেছিল তিনি নাকি আত্মহত্যা করেছেন! যদিও সেই খবর মজার ছলে উড়িয়ে দিয়েছিলেন মিয়া। তিনি যথেষ্ট মজা করেই লিখেছিলেন তিনি এই সব কিছুর হিসেব রাখছেন। তার বন্ধুরা যেন এটা ভাববেন না যে তাদের পাঠানো শোকবার্তা এবং ফুলের হিসেবে তিনি রাখছেন না।

উল্লেখ্য মিয়া খলিফা জঙ্গী সংগঠন আইএসআইএসের থেকে খুনের হুমকি পেয়েছিলেন তার ইনস্টাগ্রাম প্রোফাইল হ্যাক করে ফেলেছিল আইসিস। পরে অবশ্য ইনস্টাগ্রামের তরফ থেকে সেই প্রোফাইল বন্ধ করে দেওয়া হয়। পাকিস্তান মিয়া খলিফার টিক টক একাউন্ট নিষিদ্ধ করে দিয়েছে।