সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ঐতিহ্য’বাহী রাম’কেলি মে’লা নি’য়ে মন্দির ক’মি’টি ও পরি’চালন ক’মি’টি’র বৈ’ঠ’ক!

ঐতিহ্যবাহী রামকেলি মেলা নিয়ে মন্দির কমিটি ও পরিচালন কমিটির বৈঠক!

মালদা,৪ জুন : ঐতিহ্যবাহী রামকেলি মেলা নিয়ে রূপ সনাতন মিলন মন্দির কমিটি ও মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের পরিচালন কমিটির বৈঠক অনুষ্ঠিত হলো শুক্রবার রাতে। এদিন মালদা শহরের রথবাড়ি এলাকায় বাণিজ্য ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয় বৈঠক। আগামী ১৪ জুন সরকারিভাবে উদ্বোধন হতে চলেছে ঐতিহ্যবাহী রামকেলি মেলার। ঐতিহাসিক গৌড়ে রামকেলি মেলা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি।

গত দুই বছর করোনা আবহে সরকারি বিধি নিষেধ ছিল ঐতিহ্যবাহী রামকেলি মেলায়। ফলে দূরদূরান্ত থেকে ভক্তরা আসতে পারেননি মেলায়। এবছর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ হওয়ায় সরকারিভাবে মেলার আয়োজন করা হবে।
তাই মেলাকে সর্বাঙ্গীন সুন্দর করার লক্ষ্যে মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্স এবং রূপ সনাতন মিলন মন্দির কমিটির সদস্যরা বৈঠকে অংশগ্রহণ করেন।

ঐতিহ্যবাহী রামকেলি মেলায় দূর-দূরান্ত থেকে আগত বহু ভক্তের সমাগম ঘটে। লক্ষাধিক মানুষের ভিড় জমে মেলাকে কেন্দ্র করে। সরকারিভাবে তিনদিনের অনুমতি থাকলেও মেলা চলে প্রায় সাত দিন ধরে। ভক্তদের সমাগম ঘটে রূপ সনাতন মিলন মন্দিরেও। কথিত রয়েছে প্রায় ৫০০ বছর আগে শ্রী চৈতন্যদেব এসেছিলেন রামকেলি ধামে। সেখানে তিনি তৎকালীন মন্ত্রিসভার দুই সদস্য রূপ ও সনাতন গোস্বামী কে দীক্ষা দিয়েছিলেন। পরবর্তীতে তারা সনাতন ধর্মের প্রচার করে। আজও শ্রীচৈতন্য পদধূলি ধন্য রামকেলি মেলাতে লক্ষাধিক মানুষের ভিড় জমে।

ভক্তদের থাকা এবং খাবারের আয়োজন করে বিভিন্ন মন্দির কমিটি। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন, মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু, সম্পাদক উত্তম বসাক, যুগ্ম সম্পাদক উজ্জল সরকার, কোষাধক্ষ্য হিমাদ্রি রায়, উপদেষ্টা কমিটির সদস্য বিমল চন্দ্র দাস, রূপ সনাতন মিলন মন্দির কমিটির সম্পাদক বিধানচন্দ্র রায়, যুগ্ম সম্পাদক রঘুনাথ দাস সহ অন্যান্যরা।

মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু বলেন, মেলা উপলক্ষে রূপ সনাতন মিলন মন্দিরে প্রায় ৫০ হাজার ভক্তের খাওয়া-দাওয়ার আয়োজন করা হবে। করোনা পরিস্থিতি দু বছর মেলার আয়োজন করা হয়নি। এবছর প্রচুর ভক্তের সমাগম হবে ঐতিহ্যবাহী রামকেলি মেলায়। এর পাশাপাশি মেলায় একটি মেডিকেল ক্যাম্প করার উদ্যোগ নেওয়া হয়েছে।

রূপ সনাতন মিলন মন্দির কমিটির সম্পাদক বিধান চন্দ্র রায় বলেন, মেলা নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়। মন্দির কমিটির সদস্য এবং মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্স এর পরিচালন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। হাজার হাজার মানুষের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হবে রূপ সনাতন মিলন মন্দির প্রাঙ্গণে। তা নিয়ে একটি বাজেট তৈরি করা হয় এই বৈঠকে।