সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শুরু হলো “মেধাশ্রী”-তে না’ম নথিভুক্ত করার কাজ, এই নিয়মগুলো মানতে হ’বে

কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যুবশ্রী প্রকল্পের পর এবার রাজ্যে চালু হতে যাচ্ছে ‘মেধাশ্রী ‘। অনেকের মতে এইসব প্রকল্পের মাধ্যমে বাংলার ছেলে -মেয়েদের স্কুলশিক্ষা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে যেভাবে উত্‍সাহিত করা হচ্ছে, তা নিশ্চিতভাবে প্রশাংসাযোগ্য।

কেন্দ্র সরকার আগে দেশের অনগ্ৰসর শ্রেণিভুক্ত পড়ুয়াদের জন্য বছরে ৮০০ টাকা বৃত্তি দিত,যা সম্প্রতি বন্ধ হয়ে যায়। বাংলার অনগ্ৰসর শ্রেণিভুক্ত পড়ুয়াদের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে ‘মেধাশ্রী’প্রকল্প চালু করেন।

এখন থেকে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত অনগ্ৰসর শ্রেণিভুক্ত পড়ুয়াদের বছরে ৮০০ টাকা করে বৃত্তি দেওয়া হবে। কারা এই প্রকল্পের আওতায় পড়বে? নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে – যেমন পড়ুয়ার পারিবারিক বার্ষিক আয় হতে হবে আড়াই লক্ষ টাকা বা তার নীচে।

আরো খবর: বিশ্বের সবচেয়ে বড় ঠোঁটের মালকিন ইনি, এবার গালের হাড় ব’ড়ো করে রে’ক’র্ড গড়বে তরুণী

পড়ুয়ার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। পড়ুয়াকে নিয়মিত স্কুলে আসতে হবে ।এইসব শর্ত পূরণ হলে স্কুলের তরফে পড়ুয়ার নাম পোর্টালে আপলোড করতে হবে। এরপর পোর্টালে আপলোড করা নাম গুলি খতিয়ে দেখবে মহকুমার অনগ্ৰসর শ্রেণি কল্যাণ দফতর।

শেষে সেই নামে জেলা প্রশাসন অনুমোদন দিলেই আবেদনকারী পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে বৃত্তির ৮০০ টাকা। খবরটি জানাজানি হতেই খুশি পড়ুয়ারা।