সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

১১,০০০ গাড়ি মার্কেট থেকে তু’লে নি’তে চলেছে মারুতি, কিন্তু কেন?

মারুতি সুজুকি সদ্য বাজারে আসা গ্র্যান্ড ভিটারা SUV-র নির্দিষ্ট কিছু গাড়িতে ‘সমস্যা’র কারণে তা ফেরত চেয়ে পাঠানো হয়েছে। প্রায় ১১,০০০ গাড়ি এর আওতায় পড়বে। সংস্থা জানিয়েছে, পিছনের সিটের বেল্টের মাউন্টিং ব্র্যাকেটে সমস্যা থাকতে পারে।

বিরল ক্ষেত্রে ব্যবহার করতে করতে সেটি ঢিলে হয়ে যেতে পারে। এর ফলে সিটবেল্টের আসল  কাজ যেটা, সেটাই ঠিকভাবে আর হবে না তখন। গত ৮ অগস্ট থেকে ১৫ নভেম্বরের মধ্যে উত্পাদিত গাড়িগুলিতে এই সমস্যা থাকতে  পারে বলে জানিয়েছে নির্মাতা।

তবে চিন্তা নেই। গাড়ি মালিককে স্থানীয় সার্ভিস সেন্টারের পক্ষ থেকেই খবর দেওয়া হবে। এর জন্য অতিরিক্ত কোনও চার্জও নেওয়া হবে না।

আরো খবর: সরস্বতী পুজোর আগেই বাংলা থেকে মুখ ঘু’রি’য়ে নিলো শীত! পারদ আ’রো চ’ড়’তে পারে

বিনামূল্যেই পিছনের সিট বেল্টে  মাউন্টিং ব্র্যাকেট বদলে দেওয়া হবে। চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার গাড়ি ফেরত চেয়ে পাঠাল মারুতি সুজুকি ইন্ডিয়া।