সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চাকরির দাবিতে আন্দোলনে সামিল হলেও বহু প্রার্থী ইন্টারভিউ দিতে যাননি! চিন্তিত কমিশন

চাকরির জন্য মানুষ আন্দোলন করার জন্য রাস্তায় নেমে এসেছে, কিন্তু অবাক করার বিষয় হল অনেক প্রার্থী এমন রয়েছে যারা কিনা ইন্টারভিউ দিতেই যায় নি। চাকরির ইন্টারভিউতে গঢ়াজিরা কেন? যেটা নিয়ে অনেকটায় চিন্তায় কমিশন। চাকরি পাওয়ার জন্যই তো এত কাঠখড় পোড়ানো , কিন্তু এমন বিপরীত দৃশ্য কেনো? যারা কিনা গান্ধী মূর্তি ও মাতুঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে আন্দোলন করছে তাদের মধ্যে একটু একটু করে ডাক আসছে এস এস সির তরফ থেকে।

কিন্তু উপস্থিতির হার অনেকটাই কম। এমনটা হওয়ার কারণ কি? কমিশন জানায় ১০০ জনকে গ্রুপ সি বা তৃতীয় শ্রেণীর শিক্ষাকর্মী পদে সুপারিশ পত্র দেওয়ার জন্য ডাকা হয়েছিল, কিন্তু উপস্থিত হয়েছে মাত্র ৫৫ জন।
এই বিষয় নিয়ে এস এস সির চেয়ারম্যান সিদ্ধার্থ জানিয়েছিলেন, এর আগেও সুপারিশ পত্র নেওয়ার জন্য গ্রুপ ডির ৪০ জনকে ডাকা হয়েছিল সেখানে এসেছিল ২১ জন।

এদিকে নবম দশম শ্রেনীর শিক্ষক পদের জন্য ৬৮ জনকে ডাকা হয়েছিল যার মধ্যে ৫১ জন উপস্থিত হয়েছিল। সুপারিশ পত্র দেওয়ার জন্য ৪ বার ডাকা হয়েছে, তাও একটি পদ ফাঁকা পরে রয়েছে। নিয়ম অনুযায়ী সুপারিশ পত্র পাওয়ার পরেই কমিশনের কাছ থেকে নিয়োগ পত্র মেলে প্রার্থীদের।

আরো খবর: সারাজীবনের জন্য কথা ব’ন্ধ হয়ে যে’তে পারে অভিনেত্রী লতার! কি হয়েছে তাঁ’র?

কিন্তু সেগুলো পাওয়া অনেক দূরের ব্যাপার বলেই মনে করছে অনেকে। একজন শিক্ষকপদ প্রার্থী বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে এখনও গ্রুপ ডির নিয়োগ স্থগিত রয়েছে। গ্রুপ সির নিয়োগও কিছুদিন আগে স্থগিত হয়েছে।

তাই এই সমস্ত সুপারিশ পত্র নিয়ে কি করবেন চাকরিপার্থীরা? একটা হতাশা রয়েছে যারা উপস্থিত থাকছে না। যারা অনুপস্থিত রয়েছে তারা হয়ত কোথাও না কোথাও ছোটখাটো চাকরি পেয়ে গেছে।