সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মমতার সাংবাদিক বৈঠক, নি’য়ো’গ দু’র্নী’তি নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী?

রাজ্যে পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, তত সরগরম হচ্ছে বাংলার রাজ্য-রাজনীতি।সোমবার নবান্নে এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই বৈঠক থেকে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর উদ্দেশে কড়া বার্তা দেন তিনি। কেন্দ্রকে কটাক্ষ করে তিনি বলেন,” ভাই তুই যে টাকাটা ঘরে ঢুকিয়ে দিয়ে আসিসনি,তার তো কোন প্রমাণ নেই!

আমাদের শয়ে শয়ে ছেলে মেয়েকে গ্রেফতার করে রেখে দিয়েছে! জেলে আটকে রেখে দিয়েছে যাতে তারা বেরোতে না পারে,ইলেকশনে দলের কাজ না করতে পারে।”কার্যত তিনি নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া অভিযুক্তদের সমর্থনেই কথা বলেন ওইদিন।

প্রসঙ্গত,শিক্ষক নিয়োগ দুর্নীতির জাল যে কত দূর ছড়িয়ে রয়েছে ,তার নাগাল পেতে কার্যত হিমশিম খেতে হচ্ছে ED ও সিবিআই কে । প্রথমে গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টপাধ্যায়।পার্থ ঘনিষ্ঠ অর্পিতার দুই ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রায় ৫০কোটি টাকা ও কোটি কোটি টাকার গয়না।

আরো খবর: মিষ্টি না নোনতা জলের মাছে আ’ছে বে’শি পুষ্টিগুণ? কি বলছেন পুষ্টিবিদরা?

নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে, কুন্তল ঘোষ, বিধায়ক মানিক ভট্টাচার্য ও তার ঘনিষ্ঠ তাপস সকলেই রয়েছেন প্রেসিডেন্সি জেলে। বাদ যায়নি টলিউডের অভিনেতারাও।

মমতা আরও বলেন, ‘ভোটের সময়েই, বিজেপি মেরুকরণের রাজনীতি করে। জাতিভেদ, মেরুকরণ করে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার চেষ্টা করে। মিডিয়াকে দিয়ে মিথ্যা প্রচার করায়। বিচার হওয়ার আগেই মিডিয়াতে টাকা খাইয়ে প্রচার করে ওমুক লোকের বাড়ি এত টাকা পাওয়া গেছে।”