সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সরকারি ব্যাংকে ৩৫০০০ কোটি টা’কা পড়ে আ’ছে, কা’রা পাবেন এই টাকা?

সরকারি ব্যাঙ্ক গুলিতে প্রায় ৩৫,০০০ কোটি টাকা পড়ে রয়েছে বেনামে। এগুলির কোনও দাবিদার নেই। অর্থাৎ ওই একাউন্ট গুলিতে গত ১০ বছরে কোনো লেনদেন হয়নি।এবার এই টাকা ফেরত দিতে তথপর RBI বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সূত্রে খবর,একটি নতুন ক্রেডিট পলিসির মাধ্যমে এই টাকা গুলি ফেরত দেওয়া হবে তাদের মালিকদের।

মঙ্গলবার শুরু হয়েছিল মানিটরি পলিসি কমিটির বৈঠক যা শেষ হয় বৃহস্পতিবার। এই বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে RBI। আরবিআই- এর গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, – রেপো রেট অপরিবর্তিত থাকছে, দেশের বৃদ্ধির অনুমান করা হয়েছে এবং দাবিহীন টাকা ফেরত দেওয়া হবে।

RBI এর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত আরবিআই-এর কাছে দাবিহীন ডিপোজিট হিসেবে ব্যাংকগুলো ৩৫,০১২ কোটি টাকা জমা দিয়েছে। 2022 সালের মার্চ পর্যন্ত এই পরিমাণ ছিল ৪৮,২৬২ কোটি টাকা। অনেকক্ষেত্রেই এমনটা হয় যে কোনও ব্যক্তির দাদু বা ঠাকুমা বিভিন্ন ব্যাঙ্কে টাকা জমা করে রেখেছেন যা বর্তমান প্রজন্ম ভুলে গিয়েছে।

আরো খবর: আজ শুক্রবার, জানুন আপনার দিনটি কেমন কা’ট’বে, দেখে নিন রাশিফল (07.04.2023)

এক্ষেত্রে যে ব্যক্তি ওই অর্থের আইনত অধিকারী, তাকেই ওই টাকা ফেরত দেওয়া হবে।টাকা যাতে দাবিবিহীন না হয়ে যায় সেজন্যই আরবিআই একটি ক্রেডিট পলিসি তৈরি করছে।অন্যদিকে একটি নতুন ওয়েব পোর্টালের মাধ্যমে বেনামে পরে থাকা টাকা গুলি ফেরত দেওয়া হবে।