সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জাতীয় প’তা’কা উত্তো’লন করে ৭৫ তম স্বাধীনতা দি’ব’স পা’ল’ন কর’ল মালদা ‘বলাকা সংঘ’

জাতীয় পতাকা উত্তোলন করে ৭৫ তম স্বাধীনতা দিবস পালন করল মালদা বলাকা সংঘ

মালদা, ১৮ আগস্ট : জেলার ৭৫ তম স্বাধীনতা দিবস পালন করল মালদা বলাকা সংঘ। বৃহস্পতিবার সকাল ১০ টা নাগাদ মালদা শহরের বাবুপাড়া এলাকায় বলাকা সংঘ ক্লাব প্রাঙ্গনে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে মালদা জেলার স্বাধীনতা দিবস পালন করা হয়। পতাকা উত্তোলন করেন স্থানীয় কাউন্সিলর অম্লান ভাদুরি।

১৯৪৭ সালে ভারত স্বাধীন হলেও দেশভাগের নিরিখে পূর্ব পাকিস্তানের অধীনে পড়ে মালদা সহ কয়েকটি জেলা।
১৪ ই আগস্ট মালদা জেলা প্রশাসনিক ভবনেও ফুটছিল পাকিস্তানের ঝান্ডা। এরপর স্বাধীনতা সংগ্রামী এবং জেলার বিশিষ্ট কিছু মানুষ সেই সময় এর প্রতিবাদ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন।

১৯৪৭ সালের ১৭ই আগস্ট ঘোষণা করা হয় মালদা সহ কয়েকটি জেলা ভারতের অন্তর্ভুক্ত থাকবে। এরপর থেকে ১৮ আগস্ট মালদা জেলার স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। প্রায় ৩০ বছর ধরে মালদা বাবু পাড়া বলাকা সংঘ এই দিনটি পালন করে আসছে। এলাকার বয়স্ক মানুষ এবং শিশুদের নিয়ে প্রতিবছর ১৮ই আগস্ট জেলার স্বাধীনতা দিবস পালন করা হয়।
জেলার স্বাধীনতা দিবস সরকারিভাবে পালন করার আবেদন জানান কাউন্সিলর অম্লান ভাদুরি।