সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফের নিম্নচাপ, ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, মৎস্যজীবীদের উদ্দেশ্যে স’ত’র্ক’তা জা’রি

গত মাসের শেষের দিকেই নিম্নচাপের ফলে প্রায় জলমগ্ন হয়েছিল বেশ কয়েকটি জেলা। আরো একবার বিশেষত দক্ষিণবঙ্গের সব জেলায় নিম্নচাপ এর ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আসতে চলেছে। ইতিমধ্যেই মৎস্যজীবীদের রবিবারের মধ্যে সমুদ্র থেকে ফিরে আসার কথা জানানো হয়েছে। সর্তকতা জারি হয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টি হবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তর থেকে।

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সোমবার থেকেই তৈরি হবে নিম্নচাপ। সোমবার এবং মঙ্গল বার দক্ষিণ বঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষ রেখা গয়া থেকে মালদা হয়ে মনিপুর পর্যন্ত বিস্তীর্ণ হয়েছে যার ফলে, উত্তরবঙ্গে বৃষ্টি পড়বে বলে মনে করা হচ্ছে।

শুক্রবার সকাল থেকেই একটি ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে সমস্ত রাজ্যবাসী। মাঝে মাঝে বৃষ্টিপাত হলেও গরম কিছুতেই কমছে না। সেপ্টেম্বর মাস পড়তে পড়তেই যেখানে পুজোর অপেক্ষায় রয়েছে সারা পশ্চিমবঙ্গ, সেখানে কিছুটা হলেও টানা বৃষ্টিপাতের ফলে এই গরম থেকে কিছুটা হলেও মুক্তি পাবে রাজ্যবাসী। তবে টানা বৃষ্টিপাতের গরম কমলেও ম্যালেরিয়া বা ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বাড়বে বলে আশঙ্কা সকলের।