সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শক্তি স’ঞ্চ’য় করছে নিম্নচাপ, ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্য জু’ড়ে

চলতি বছরে অন্য বছরের তুলনায় কম বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গ ও কলকাতাতে তেমন বৃষ্টি হতে দেখা যায়নি। তবে জানা যাচ্ছে ইতিমধ্যেই উত্তর বঙ্গোপসাগরে এক ঘুর্নাবতের সৃষ্টি হয়েছে। যাতে করে শনিবার থেকেই একটা নিম্নচাপের ভ্রুকুটি। এদিন বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ তৈরি হওয়ার কথা।

এরফলেই রবিবার থেকে উত্তর এবং দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টিপাত, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল। এই নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছিল আবহাওয়া অফিস থেকে। কিন্তু, পরবর্তীকালে সেই নিম্নচাপ শক্তি হারিয়ে ফেলায় সেভাবে বৃষ্টিপাত হয়নি দক্ষিণবঙ্গে।

এই করেই বৃষ্টির ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। চাষের জন্যও পর্যাপ্ত বৃষ্টি প্রয়োজন নয়তো ফসল কম ফলবে আর বাজারে সব জিনিসপত্রের দাম হবে আকাশ ছোঁয়া। তবে আবার একটি ঘুর্ণবার্তের সৃষ্টি হয়েছে উত্তর বঙ্গোপসাগরে। শনিবার এটি নিম্নচাপে পরিণত হবে বলে মনে করা হচ্ছে।

আরো পড়ুন: ৫ টা দিন ভ’য়ে ভ’য়ে কা’ট’ছে মহাকাশ গবেষকদের, ধা’ক্কা লাগলেই হবে আ’ধা কলকাতার মতো বি’রা’ট গর্ত!

আর এই নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে এগোনোর সাথে সাথে এর শক্তি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। এই নিম্নচাপে কোথায় কতটা বৃষ্টিপাত হতে পারে আসুন জেনে। নেওয়া যাক। কলকাতার আবহাওয়া কেমন থাকবে? শনিবার সকাল থেকেই কিছুটা মেঘ থাকবে আকাশে। বৃষ্টি অল্প সল্প হতেও পারে। তবে, রবিবার থেকে বাড়তে পারে বৃষ্টি বলে মনে করা হচ্ছে।

গতকাল শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি এবং শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস
কিন্তু রবিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

এছাড়াও, জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৬৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে ৪.৫ মিলিমিটার। অর্থাৎ, কলকাতায় আগামীকাল থেকে বৃষ্টিপাত বাড়বে বলেও মনে করা হচ্ছে।
দক্ষিণবঙ্গ কতটা বৃষ্টি পাবে?

সাধারনত জানা যাচ্ছে যে, দক্ষিণবঙ্গে শনিবার অল্প সল্প বা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে তাপমাত্রার বিশেষ বদল হচ্ছে না। ফলে অসস্তি থাকছেই। আগামীকাল অর্থাৎ রবিবারে দক্ষিণ বঙ্গের উপকূলবর্তী জেলা গুলোতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনাতে ভারী বৃষ্টিপাত হতে পারে।

এই নিম্নচাপের ফলে উত্তরবঙ্গ কেমন থাকবে?উত্তরবঙ্গে শনি ও রবিবার দুদিন ই বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি-এই তিন জেলাতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। তাপমাত্রা ও বেশ ভালই থাকছে। তবে রবিবারে বৃষ্টি বাড়বে। রবিবার বেশিরভাগ জেলা গুলোতেই বৃষ্টিপাত বাড়বে বলে জানান হচ্ছে।