সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দুদিন বন্ধ থাকবে ট্রেন চলাচল, স’ম’স্যা’য় পড়বেন বারাসত-হাসনাবাদ শাখার যাত্রীরা

রেল যাত্রীদের দুর্ভোগ যেন আর থামতেই চাইছে না। শিয়ালদা এবং পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায় রেল লাইনের নন-ইন্টারলকিংয়ের কাজ চলার ফলে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয় কিছু দিন আগেই। অন্যদিকে কুড়মি সম্প্রদায় তাদের তফসিলি উপজাতি তালিকাভুক্ত করার দাবিতে আন্দোলন করছে।

গত রবিবার ৯৫ টি ট্রেন ও সোমবার ৯৩ টি ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল। সোমবার পূর্ব রেল এক বিবৃতি দিয়ে জানিয়েছে যে রেল লাইনে ডাবলিংয়ের কাজ হবে। তাই আগামী ১৭ এবং ১৮ এপ্রিল বারাসত-হাসনাবাদ শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকবে।

১৯ তারিখ থেকে আবার ওই শাখায় স্বাভাবিক ভাবে ট্রেন চলাচল শুরু হবে। প্রতিদিন প্রায় লক্ষাধিক যাত্রী যাতায়াত করেন এই স্টেশন গুলির মাধ্যমে। মোট ১৭টি রেল স্টেশন রয়েছে বারাসত ও হাসনাবাদের মধ্যে। নিত্য যাত্রীদের চরম অসুবিধার সম্মুখীন হতে হবে।

আরো খবর: পেঁয়াজ কোনো সবজি না ফল না মশলা? উত্তর জানলে অ’বা’ক হবেন!

ফলে রেল মন্ত্রক আগাম ক্ষমাও চেয়ে নিয়েছে। কৌশিক মিত্র বলেছেন, “পূর্ব রেলের এই ডাবলিংয়ের কাজের জন্য বারাসত-হাসনাবাদ শাখায় যাতায়াত করা যাত্রীদের এই দুইদিন প্রচন্ড সমস্যার সম্মুখীন হতে হবে। কিন্তু কিছু করার নেই, এই কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকল যাত্রীদের কাছে আমর আগেই ক্ষমা চাইছি।”