সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উত্তরপ্রদেশে ১৭ হাজার ধর্মীয় স্থা’ন থে’কে লাউডস্পিকার সরিয়ে নেওয়া হ’লো

বর্তমানে লাউডস্পিকার বিতর্ক নিয়ে উত্তর প্রদেশের রাজ্য রাজনীতি একেবারে তুঙ্গে।ঠিক এই বিতর্ক এর মধ্যেই যোগী আদিত্যনাথ এর এক বড় পদক্ষেপ। তিনি এবার ধর্মীয় স্থান থেকে লাউডস্পিকার সরানোর নির্দেশ দিল।

এই নিয়ে তিনি বলেছিলেন,রাজ্যের ধর্মীয় স্থানে লাউড স্পিকার ব্যবহার করা যেতে পারে কিন্তু সেটা অনুমতি সাপেক্ষে। হিসেবে তিনি আরও বলেছিলেন যে লাউডস্পিকারে শব্দ যেন বাইরে প্রতিধ্বনিত না হয়। আর তার পরেই এই পদক্ষেপ।

জানা গেছে উত্তরপ্রদেশের মোট ১৭ হাজার ধর্মীয় স্থান থেকে লাউডস্পিকার নামানো হয়েছে। সেটা কিন্তু কোন জোরজবরদস্তি করে নয়, বরং সেই ধর্মীয় স্থান এর দায়িত্বে যারা রয়েছেন তারাই এই উদ্যোগ নিয়েছে।

আরো পড়ুন: মা’রা’ত্ম’ক কা’ন্ড! বাড়িওয়ালার ভ’য়ে পোষ্য বিড়ালকে বি’য়ে করে নিলেন মহিলা

মোট ১২৫ টি জায়গায় এই কাজ করা হয়েছে, এই খবর ইতিমধ্যেই জানিয়েছেন  উত্তরপ্রদেশ পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (আইনশৃঙ্খলা) প্রশান্ত কুমার।

লাউড স্পিকার সম্পর্কীয় আলাপ আলোচনা করা হয়েছে ৩৭ হাজার ৩৪৪ জন ধর্মীয় নেতাদের সাথে।তাছাড়া রাজ্যে যাতে সুষ্ঠুভাবে নামাজ পড়া যায় তারজন্য করা বন্দোবস্ত করছে সরকার।

শুধু কিন্তু মসজিদ থেকেই নয়, মন্দির থেকেও লাভ স্টিকার সরানো কিংবা তার সংখ্যা কমানো হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য , উত্তরপ্রদেশের মথুরায় শ্রী কৃষ্ণ জন্মভূমি থেকে লাউডস্পিকার সরানো হয়েছে।

গোরখনাথ মন্দির থেকেও লাউড স্পিকারের সংখ্যা কমানো হয়েছে। এই বিষয় নিয়ে যোগী আদিত্যনাথ জানিয়েছেন, ধর্মীয় অনুষ্ঠানের জন্য যাতে কোনরকম অশান্তি সৃষ্টি না হয় রাজ্যে তার জন্য সঠিক ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যেই।

আরো পড়ুন: গরমের ছুটির দিন এগিয়ে এ’লো, তারিখ ঘো’ষ’ণা মুখ্যমন্ত্রীর

কোনরকম শোভাযাত্রা করা যাবে না অনুমতি ছাড়া এমনটাও জানিয়েছেন তিনি। এর সাথে আরও বলা হয়েছে কোনো একটি নির্দিষ্ট জায়গায় ধর্মীয় কর্মসূচিতে আজাবে ঠিকই কিন্তু, রাস্তা অবরোধ করা যাবে না। তার সাথে লাউড স্পিকার ব্যবহার করতে হবে এমন ভাবে যাতে অন্যরা বিরক্ত না হয়।।