সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

টোল’গেটের সামনে নিয়’ন্ত্রণ হারিয়ে দুর্ঘ’টনা’র ক’ব’লে যাত্রী বো’ঝা’ই বাস! মৃ’ত এক আ’হ’ত অনেক

টোলগেটের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বাস! মৃত এক আহত অনেক

রবিবার শিলিগুড়ি মহাকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের পশ্চিম মাদাতি টোলগেটের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বাস। এই ঘটনায় মৃত একজন আহত আরও ৩০।

জানা গিয়েছে যে এদিন সকালে যাত্রীবাহী বাসটি রায়গঞ্জ থেকে শিলিগুড়ি দিকে আসছিল। এরপর পশ্চিম মাদাতি টোলগেটের সামনে থেকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এবং পশ্চিম মাদাতি টোলগেটের সামনে একটি পিকঅ্যাপ ভ্যান ও স্কুটিকে দ্রুত গতিতে স্বজরে ধাক্কা মারে। এবং দুমড়ে মুচড়ে যায় পিকঅ্যাপ ভ্যান ও স্কুলটি। এরপর সেখান থেকে ৫০০ মিটার দূরে বাস থেকে বাসের এক মহিলা যাত্রী পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় আহত হয় ৩০ জন। এবং বাসটি কিছু দূর গিয়ে থেমে যায়।

এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ ও বিধাননগর থানার পুলিশ। এরপর পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতাল পাঠায়। এই ঘটনার ফলে বেশ কিছুক্ষণ যানজট সৃষ্টি হয়। যদিও পুলিশি তৎপরতায় যানজট নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনাগ্রস্ত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

এই বিষয়ে বাসে থাকা আহত এক যাত্রী মহম্মদ মুক্তার আলম বলেন যে আমি বাসের চালকের পাশের সিটেই বসে ছিলাম। এরপর হঠাতই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে যায়। বাসের চালক অনেক চেষ্টা করেছে কিন্তু তা সত্বেও নিয়ন্ত্রণ করে পারেনি মনে হয় বাসের ব্রেক ফেল হয়ে গিয়েছিল। এরপর বেশ কয়েকটি ধাক্কা মারে বাসটি। এবং বাস থেকে একজন পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। আর বাসের থাকা বেশির ভাগ যাত্রীই আহত হয়। কারও মাথা ফেটেছে আবার কারও হাত পায়ে লেগেছে। যদিও গোটা ঘটনা খতিয়ে দেখছেন পুলিশ।