সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চীনে একের পর এক শহরে ল’ক’ডা’উ’ন, ফের বা’ড়’ছে আ’ত’ঙ্ক

প্রায় দুই বছর আগে চীন আমাদের উপহার দিয়েছিল একটি মহামারী। স্তব্ধ হয়ে গিয়েছিল আমাদের জনজীবন। আজ অনেকটাই সুস্থ আমরা। সুস্থ আমাদের জনজীবন। কিন্তু মাঝে মাঝে দুঃস্বপ্নের মতো আমাদের তাড়া করে বেড়ায় পুরনো সেই দিনগুলি। তাদের কথাতেই আছে না, পাপ কখনো বাপকেও ছাড়ে না।

তাই সারা বিশ্ব সুস্থ হয়ে গেলেও আজও চীন নতুন করে লকডাউনের শিকার হচ্ছে। চীনে আরো একবার হতে পারে লকডাউন। আর এই লকডাউন হলে চীনের অর্থনীতির ওপর ব্যাপকভাবে প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। মোট জিডিপির অর্ধেক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে এই লকডাউন হলে।

চীনের আরো একটি বড় শহরে শারীরিকভাবে ক্লাসে উপস্থিত থাকার ওপর নিষেধাজ্ঞা জারি করার পাশাপাশি অন্য শহর গুলির উপর বাস যোগাযোগ স্থায়ীভাবে বন্ধ করে দেবার কথা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড অর্থনীতিবিদদের মতে, এই নতুন লকডাউন এর ফলে চীনের অর্থনীতির ওপর ব্যাপকভাবে প্রভাব পড়বে।

আরো পড়ুন: প্র’য়া’ত হলেন WWE সুপারস্টার

এরমধ্যে সোমবার কিছু কিছু অঞ্চলে গন পরিবহন ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। লকডাউন এর মেয়াদ আরো বেশি বেড়ে গেছে চীনের অর্থনৈতিক বৃদ্ধি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সম্প্রতি চীনের চাংচুং শহরে হঠাৎ করেই লকডাউন জারি করা হয়েছিল।

শুক্রবার উত্তর-পূর্বের চীনের কিছু অঞ্চলের 10 লক্ষ মানুষকে হঠাৎ করে লকডাউন এর আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন চীনের সরকার। চাংচুং জিলিন প্রদেশের রাজধানী। ইতিমধ্যেই ওই অঞ্চলে প্রত্যেক বাড়ি থেকে একজন করে বাসিন্দাকে বের হবার নির্দেশ দেওয়া হয়েছে তাও আবার অতি প্রয়োজনীয় জিনিসপত্র আনার ক্ষেত্রে।