সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জা’লি’য়া’তি থেকে বাঁচতে আজই আপনার আধার নম্বর “লক” করে রাখুন এই পদ্ধতিতে

ভোটার আইডেন্টিটি কার্ড এবং প্যান কার্ড এর পাশাপাশি আধার কার্ড হল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। যেকোনো কাজেই আজ একটি আধার কার্ড ব্যবহার করতেই হয় আমাদের। এই আধার কার্ড একজন নিদৃষ্ট ব্যক্তিকে সনাক্ত করতে সাহায্য করে।

আধার কার্ডের সঙ্গে মোবাইল ফোনের লিংক এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করানো হয়েছে অনেকদিন আগে থেকেই। এই লিঙ্ক করা না থাকলে সেই ব্যক্তি সম্পর্কে সব কিছু তথ্য খুব সহজে জানা যায় কারণ আধার কার্ডের মধ্যে থাকে চোখের স্ক্যানিং এবং আঙ্গুলের ছাপের ডেটা।

এমন পরিস্থিতিতে আপনার সমস্ত তথ্য অপব্যবহার করতে পারি যদি আপনার কার্ডে অবস্থিত বায়োমেট্রিক ডেটা লোক করতে না পারেন আপনি। বর্তমানে আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হিসেবে ব্যবহার করা হয় তাই বায়োমেট্রিক যেটা হ্যাকারদের থেকে সুরক্ষিত রাখা ভীষণভাবে গুরুত্বপূর্ণ।

আরো পড়ুন: OMG: গাছ একটি টমেটো ১২৬৯ টি

এটি মাথায় রেখে uidai সমস্ত নাগরিকদের তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আধার কার্ডে বায়োমেট্রিক যেটা লক করার একটি নতুন সুযোগ সুবিধা প্রদান করেছে। ভারতীয় নাগরিকরা ঘরে বসে অনলাইনে তাদের আধার কার্ড লক বা আনলক করতে পারবে খুব সহজে।

এর জন্য আপনাকে প্রথমেই UIDAI ওয়েবসাইটে যেতে হবে যেখানে মাই আধার এবং আধার সার্ভিসের ক্লিক করতে হবে আপনাকে।

আপনি বায়োমেট্রিক ডাটা লক করার জন্য দেখতে পাবেন লক কিভাবে আনলক অপশন। সঠিক অপশনে গিয়ে ক্লিক করলে দেখতে পাবেন আপনি আপনার 12 সংখ্যার আধার কার্ড যোগ করতে পারবেন।

এরপর আপনি আপনার সম্পূর্ণ ঠিকানা, নাম এবং পিন কোড দেওয়ার পর আপনার কার্ড লক করার জন্য আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে। এরপর সেন্ড এ টি পি তে ক্লিক করতে হবে এবং আপনার মোবাইল নাম্বার একটি ওটিপি চলে আসবে।

ওয়েবসাইটে গিয়ে ওটিপি নম্বর যোগ করতে হবে এবং আপনার আধার কার্ডে উপস্থিত বায়োমেট্রিক তথ্য সঙ্গে সঙ্গে লক হয়ে যাবে। আপনার কাছে একটি বার্তা আসবে যার ফলে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আপনার আধার কার্ড লক হয়েছে কিনা। এই পদক্ষেপের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার আধার কার্ড এর সমস্ত ডাটা লক করতে পারবেন।