সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গাছে ঝুলতে থা’কা হনুমানকে লা’ফ দিয়ে ধ’র’লো চিতাবাঘ, জঙ্গলের হা’ড়’হি’ম করা ভিডিও ভাইরাল

সোশ্যাল মিডিয়াতে মাঝেমধ্যেই নানা ভিডিও ভাইরাল হয়। তার মধ্যে বনে জঙ্গলে ঘটে চলা নানা ঘটনাও থাকে। একটি ভিডিও সম্প্রতি নেটিজেনদের নজর কেড়েছে।

একটি চিতা বাঘ শিকার ধরার জন্য কতখানি জেদের পরিচয় দিতে পারে তার প্রমাণ মিলেছে। এই ঘটনাটি পান্না বাঘ সংরক্ষণ কেন্দ্রের ঘটনা।

ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে কুড়ি ফুট উঁচু একটি ডালের উপর বসে রয়েছে চিতা বাঘ। তা ঠিক পাশের কাছে মগডারে চড়ে বসেছে একটি হনুমানের বাচ্চা।

আরো পড়ুন: সরীসৃপকে বি’য়ে করলেন মেয়র, বি’য়ে’র গাউনে স’জ্জি’ত কনে কুমির!

তাকেই শিকার করার জন্য ওঁত পেতে বসে রয়েছে বাঘটি। এরপর দেখা যায় সুযোগ পেয়ে এক গাছ থেকে অন্য গাছে লাফ মারে চিতাবাঘটি।

এরপর ৩০ ফুট উঁচু গাছের মগডাল থেকে সোজা মাটিতে পড়ে যায় তারা। অত উঁচু থেকে পড়লেও হনুমানটিকে নিজের নাগাল থেকে যেতে দেয়নি বাঘটি। এই ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি।