সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জিনপিংয়ের হ’য়ে ব্যাট ধরলেন বাম নেতা মানিক সরকার, বললেন চীন কা’রো জমি দ’খ’ল করেনি

গোটা দেশ ভারত চিন সম্পর্ক নিয়ে সরগরম। এবার সিপিএম নেতা তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সরাসরি চিনের প্রশংসায় মুখ খুললেন। তাঁর দাবি অন্য দেশের জমি দখল করে বসে থাকার কোনও অভিযোগই চিনের বিরুদ্ধে নেই।

সিপিএম নেতার এহেন মন্তব্যে রীতিমতো শোরগোল দেশ জুড়ে। মাত্র মাস খানেক আগেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অভিযোগ করেন প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনা মোতায়েন না করার ভারত-চিন দ্বিপাক্ষিক চুক্তি মানতে অস্বীকার করেছে চিন।

আর তার জেরেই বেশ কিছু জটিলতা দেখা দিয়েছে আন্তর্জাতিক সম্পর্কে। অন্যদিকে চিন লাদাখ ইস্যুতে আগেই ভারতকে দুষেছিল। এহেন অবস্থার মধ্যে চিনের সমর্থনেই বলতে দেখা গেল বাম নেতাকে।

আরো পড়ুন: তু’মু’ল নাটকীয় ঘ’ট’না, এখন আর পাকিস্তানের প্রধানমন্ত্রী নন ইমরান খান!

এদিন ট্রাইবাল ইয়ুথ ফেডারেশনের ১৬ তম কেন্দ্রীয় কনফারেন্সে যোগ দেন মানিক সরকার। সেখানেই চিনের হয়েই খানিক গাইতে শোনা যায় তাকে। এই বাম নেতা একই সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারকেও বিঁধতে ভোলেননি।

এদিন তিনি বলেন, ‘চিন অন্য কোনও দেশের জায়গা দখল করে নিয়েছে ও তার উপর বসে রয়েছে এমন কোনও অভিযোগ কোথাও নেই। আমি দেখছিলাম একজন কমরেড সীমান্ত নিয়ে আলোচনা করছিলেন একটা আন্তর্জাতিক কনফারেন্সে। ১৯৬০ সালে চিন ভারতে এসেছিল ঠিক কথাই, কিন্তু এই দেশ ছেড়ে চলেও গিয়েছিল।’