সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গ্ল্যামার ছে’ড়ে গ্রামের রাস্তায়, গুজরাটের পঞ্চায়েত ভো’টে প্রা’র্থী সুপার মডেল, শুরু করেছেন প্র’চা’র

গ্ল্যামার দুনিয়া সঙ্গে রাজনীতির সংযোগ নতুন কিছু নয়। টলি-বলি তারকারা আজকাল রাজনীতির সঙ্গে যুক্ত হতে চাইছেন। এবার গুজরাটের পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হয়ে দাঁড়ালেন সুপারমডেল আয়েশরা প্যাটেল। চলতি বছরের গুজরাটের কবিতা গ্রামের পঞ্চায়েত প্রধান হওয়ার জন্য লড়ছেন তিনি।

এই গ্রামেই থাকেন আয়েশরার পরিবার। 2017 সাল পর্যন্ত তিনি ওইখানেই থাকতেন। তারপর সেখান থেকে তিনি চলে আসেন মুম্বাইতে। মডেল হিসেবে নিজের কেরিয়ার শুরু করেন তিনি। একাধিক বিজ্ঞাপনে তার দেখা মিলেছে। আজ তিনি মুম্বাইয়ের সুপার মডেল।

মডেলিংয়ের দুনিয়া থেকে তিনি অনেক খ্যাতি এবং অর্থ উপার্জন করেছেন। তবে আজ স্টারডমের থেকে বেরিয়ে গ্রামের মেয়ে ফিরেছেন গ্রামে। গ্রামের মানুষের মধ্যে মিশে গিয়ে প্রচার চালাচ্ছেন। অবশ্য রাজনীতি তার কাছে নতুন কিছু নয়।

তার বাবা নরহরি প্যাটেল দুবার পঞ্চায়েত নির্বাচনে জিতেছেন। তবে তার মেয়েও যে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়াবে অনেকেই ভাবতে পারেননি।

মুম্বাইয়ের এই সুপারমডেল আবার বিতর্কে জড়িয়েছেন। তিনি এবং তার বাবাসহ 10 জনের বিরুদ্ধে তপশিলি উপজাতিদের উদ্দেশ্যে অসম্মানজনক মন্তব্য করার অভিযোগ উঠেছে। তাই বিরোধী প্রার্থী জ্যোতি সোলাঙ্কির স্বামী মনোজ এই অভিযোগ তুলেছেন। তবে বিতর্ক যতই হোক না কেন নিজের জয় নিয়ে আশাবাদী কবিতা গ্রামের এই সুপারমডেল প্রার্থী।