সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ইন্ডিয়ান আর্মির ন’য়া সংযোজন “অগ্নিপথ বাহিনী”, কিভাবে নি’য়ো’গ ক’রা হবে জানুন বিস্তারিত

ভারতীয় সশস্ত্র বাহিনীর স্থল, নৌ এবং বায়ু সেনা বিভাগে নিয়োগ এর জন্য নতুন প্রকল্প ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের নাম অগ্নিপথ। এই প্রকল্পে নিয়োগ করার পর সেনাদের পোশাকি নাম দেওয়া হবে অগ্নিবীর।

সম্প্রতি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এমনটাই জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রীসভা নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে এ বিষয়টি ছাড়পত্র পেয়েছে। এই প্রকল্পে প্রাথমিক পর্যায়ে চার বছরের জন্য সেনা নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

নিয়োগের সময় এই অগ্নিবীরদের বয়স হবে 17 থেকে 21 বছরের মধ্যে। ভারতীয় সেনার মাপকাঠির ভিত্তিতেই শারীরিক সক্ষমতা এবং মেধা যাচাই করে তাদের নিয়োগ করা হবে। প্রাথমিকভাবে অগ্নিবীরদের মাসিক বেতন 30 হাজার টাকা হবে।

আরো পড়ুন: পুতিন বিদেশ স’ফ’রে গেলেও ম’ল’মূ’ত্র ফিরিয়ে আ’না হয় রাশিয়ায়! দাবি গোয়েন্দাদের

পরে তা বেড়ে 45000 করা হবে। প্রথম ছয় মাস প্রশিক্ষণ পর্ব চলবে। চার বছর পর অগ্নিবীরর মধ্যে এক চতুর্থাংশকে যোগ্যতার ভিত্তিতে ভারতীয় সেনায় আরও 15 বছরের জন্য নিয়োগ করা হবে।

বাকিরা সেভা নিধি প্রকল্পের আওতায় 11 থেকে 12 লক্ষ টাকা নিয়ে অবসর নেওয়ার সুযোগ পাবেন। অবসরের সময় 10 লক্ষ 4000 টাকা পর্যন্ত আয়কর মুক্ত হবে।

যাদের বয়স থাকবে তারা ভারতীয় সেনায় স্থায়ী নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। অগ্নিবীর একাংশকে পরিবহন মন্ত্রক, শুল্ক দপ্তর এর মতো বিভিন্ন কেন্দ্রীয় সংস্থায় নিয়োগ করা হবে। অবসরের পর তারা ব্যবসা করতে চাইলে ব্যাংক থেকে ঋণ পাবেন।

কর্তব্যরত অবস্থায় কোন অগ্নিবীর আহত বা নিহত হলে তার পরিবার ভারতীয় সশস্ত্র বাহিনীর একজন সদস্যের সমান ক্ষতিপূরণ, ভাতা এবং সমস্ত সুযোগ সুবিধা পাবেন। একইসঙ্গে বিনামূল্যে 48 লক্ষ টাকার জীবন বীমা পাবেন।