সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“লাস্ট ফিল্ম শো”-র কিশোর অভিনেতার মা’ত্র ১৫ বছরেই মৃ’ত্যু

এই বছর অনেক ভালো ভালো ছবিকে টেক্কা দিয়ে অস্কারের জন্য মনোনীত হয়েছিল একটি গুজরাটি ছবি। নাম ছেলো শো ( লাস্ট ফিল্ম শো )। এই ছবিতে একটি বাচ্চা শিশুর অভিনয় মুগ্ধ করবে সবাইকে। এই ছবিতে দেখানো হয়েছে ওই শিশুটি সব সময় নতুন কিছু খুজে পেতে চায় আর সেই পাওয়া নিয়ে আনন্দে থাকে। তাঁর জীবনের নানা গল্প নিয়ে এই ছবি। বাস্তবেও সে তাঁর জীবনের নতুন ছবি নিয়ে অনেক উৎসাহে ছিল অনেক আশা ছিল তাঁর।

সে তার বাবা কে বলতো এই ছবির পরে তাদের দরিদ্রের জীবন আর থাকবে না। পাল্টে যাবে সব। পাল্টে সবই গেলো। পাল্টানোর মানুষ টাই আর থাকলো না। যে শিশুটির কথা এতক্ষণ বলছি সে হলো এই সিনেমার মূল চরিত্র। নাম রাহুল খোলি। বাবা রামু খোলী। পেশায় একজন অটো রিকশা চালক। খুব সাদা মাটা পরিবারের সন্তান রাহুল। সে এই সিনেমাটি করে ভেবেছিল সংসারের হাল ফেরাবে। কিন্তু তাঁর পক্ষে সেটা সম্ভব হলো না। নিজেই আজ সে না ফেরার দেশে।

মাত্র ১০ বছর বয়স তার। জীবনটা ভালো করে শুরুই করেনি আর এর মধ্যেই মারণ রোগ ক্যান্সার এ আক্রান্ত হয় সে। লিউকোমিয়া। ১৪ অক্টোবর তাঁর ফিল্ম রিলিজ করবে কিন্তু সেই দেখতে পারবে না তাঁর প্রথম ছবি। রাহুলের বাবা রামু খোলি জানান যে, “২ অক্টোবর, রবিবার, রাহুল ব্রেকফাস্ট করে। তারপর থেকেই ঘনঘন জ্বর আসতে শুরু করে আমার ছেলের।

আরো পড়ুন: ৩ নাতি-নাতনি থাকলেও আ’রো যে এক নাতি আছে বিগ-বি তা ভুলেই গিয়েছেন, নিজেও জানতেন না সে ক’থা

তিনবার বমি করে। আমরা লক্ষ্য করি সেই বমিতে রক্ত বেরিয়েছে। আমরা অসহায় হয়ে পড়ি। আমার ছেলেটা চলে গেল অল্প দিনের মধ্যেই। পরিবারে সকলেই আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি। আমরা ওর ‘লাস্ট ফিল্ম শো’ দেখতে যাব মুক্তির দিনই। ভারতে ১৪ অক্টোবর ছবিটা মুক্তি পাচ্ছে।

তার আগে পরলৌকিক ক্রিয়া সম্পন্ন হবে রাহুলের।” এই ঘটনায় শোক প্রকাশ করেন সকলে। একটা ছোট্ট বাচ্চার মৃত্যু সকলকেই নাড়িয়ে দিয়ে যায়। সে যেনো প্রমাণ করে দিলো তার ছবি ‘ লাস্ট ফিল্ম শো ‘ যেন তাঁর জীবনের শেষ ছবি ছিল যা সে পূর্ন করে চলে গেলো।