সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

লক্ষ্মীর ভান্ডারে ৫০০ টা’কা পাওয়ার আশায় ব্যাংক থেকে গায়েব ৫,০০০ টা’কা, মাথায় হা’ত মহিলাদের

বিভিন্ন প্রকল্পের মধ্যে অন্যতম হলো লক্ষী ভান্ডার। রাজ্যের মহিলাদের উদ্দেশ্যে এই প্রকল্প তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোটি কোটি মহিলা আবেদন করেছেন এই প্রকল্পের জন্য। কর্মহীন গৃহবধূদের মাসিক কিছু সাহায্যের জন্য এই প্রকল্প তৈরি করেছেন তিনি। প্রতিদিন শতাধিক মানুষ দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে লাইন দিয়ে তৈরি করছেন লক্ষী ভান্ডার।

তবে এর মধ্যে ঘটে গেল একটি অদ্ভুত ঘটনা। প্রকল্পের আবেদন করতে গিয়ে টাকা পাওয়া তো দূরের কথা উল্টে ব্যাংক থেকে কেটে নেওয়া হল ৫,০০০ টাকা। ঘটনাটি ঘটেছে মহিষাদল এলাকায়। মহিষাদল ব্লকের একতারপুর এলাকার ৫ জন মহিলার অভিযোগ,দুয়ারে সরকার শিবিরে এলাকায় অন্যান্য মহিলাদের মত লক্ষী ভান্ডারের জন্য আবেদন করেছিলেন তারা। কিন্তু তাদের ফোন নাম্বার এই এখনো কোনো মেসেজ আসে নি।

কেন মেসেজ ঢুকছে না, এই কথা জানতে পারা গিয়েছিলেন দুয়ারে সরকার ক্যাম্পে। সেখানে তাদের নাম এবং ফোন নাম্বার নেওয়া হয়। এর পরেই মহিলাদের বাড়িতে গিয়ে তাদের আঙ্গুলের ছাপ সংগ্রহ করা হয়। এত অবধি সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু তার পরেই ঘটে যায় আসল ঘটনা। প্রত্যেকের অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয় পাঁচ হাজার টাকা করে। শুধু ওই পাঁচ জনের নয়, ওই এলাকার আরো একজন মহিলার অ্যাকাউন্ট থেকে পনেরশো টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই মহিষাদল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সম্পূর্ণ বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। কিভাবে ঘটনাটি ঘটলো তা খতিয়ে দেখছেন তারা। মহিষাদলের গোপাল পুরের বাসিন্দা তুষার অধিকারী নামক এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাটির তদন্ত করে সম্পূর্ণ ঘটনাটি খুব শীঘ্র সকলের সামনে নিয়ে আসবেন পুলিশ, এমনটাই আশা করছেন এলাকার মানুষেরা।