সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শিক্ষক নি’য়ো’গে লাগাম ছাড়া দু’র্নী’তি’র জন্য পার্থকে ক’টা’ক্ষ কুনাল ঘোষের

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জেরবার রাজ্য সরকার। প্রতিমুহূর্তে হাইকোর্টের রাজ্য সরকারের মুখ পুড়ছে। তবে বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে শিক্ষক নিয়োগ দুর্নীতির কোনো অভিযোগ নেই বলে দাবি করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ। তার কথাই ব্রাত্য বসুর আমলে শিক্ষক দূর্নীতির অভিযোগ উঠেনি। এই বিষয়ে ভালো বোঝাতে পারবেন পার্থ চট্টোপাধ্যায়।

কুনাল ঘোষের দাবি এর আগে যখন শিক্ষা মন্ত্রী ছিলেন তখন 99% কাজ ঠিকভাবে হয়েছে। নতুন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আমলে শিক্ষক নিয়োগ সংক্রান্ত অভিযোগ ওঠেনি।

কখনো কোনো অভিযোগ উঠলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপযুক্ত পদক্ষেপ নিয়েছেন। কুনাল ঘোষ আরও বলেছেন শিক্ষকদের নিয়ে যখন বিক্ষোভ চলে তখন মুখ্যমন্ত্রী কমিটি গঠন করে দিয়েছিলেন।

আরো পড়ুন: চারিদিকে বাড়ি ঘেরাও করে হা’ম’লা, বি’রা’ট রে’গে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এরপরেও যদি কিছু ঘটে থাকে তাহলে তা সম্পূর্ণ প্রশাসনিক বিষয় বলে দাবি করেছেন কুনাল ঘোষ। এই বিষয়ে ব্যক্তিগতভাবে তার কিছু জানা নেই।

উল্লেখ্য তৃণমূলের আমলে একাধিক শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে। চাকরি প্রার্থীরা অনশন, আন্দোলনের মাধ্যমে নিজেদের প্রতিবাদ জানিয়েছেন।

আদালতেও একের পর এক মামলা জমে রয়েছে। ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।

এদিকে কমিশনের উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহাকে চরম ভৎসনা করেছে কলকাতা হাইকোর্ট। সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখেও পড়তে হয়েছে তাকে।

এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব সুকান্ত আচার্যের নাম উঠেছে। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছে রাজ্য সরকার।