সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কৃষ্ণসার হরিণ শি’কা’রি’র গু’লি’তে নি’হ’ত একাধিক পুলিশকর্মী

রাতের অন্ধকারেই স্বীকার করে নিয়ে যাওয়া হচ্ছিল কালো হরিণ, ঘটনাটি ঘটে শুক্রবার রাতে যাকে ঘিরে তুমুল সংঘর্ষ হয় কৃষ্ণসার শিকারি এবং পুলিশের মধ্যে।

এই সংঘর্ষে তিন পুলিশ কর্মী নিহত হন মৃতদের মধ্যে এসআই রাজকুমার জাটব, কনস্টেবল সান্ত রাম এবং কনস্টেবল নীরজ ভারগভ। এই ঘটনাটি নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনেই বৈঠক হয়েছে।

ঘটনাটি মধ্যপ্রদেশের গুনার সাগা বারখেদা গ্রামে ঘটেছে, যেটি হারুন থানার অন্তর্গত এলাকা। গোপনসূত্রে পুলিশ কর্তৃপক্ষ খবর পায়, হরিণ শিকার করার কথা এবং এই গোপন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পক্ষ।

আরো পড়ুন: এলিয়েনদের নিয়ে ভ’য়’ঙ্ক’র ত’থ্য প্রকাশ করলেন বিজ্ঞানীরা! জেনে নিন সকলেই

এই অবস্থায় শিকারি দলের পক্ষ থেকে হামলা চালানো হয় পুলিশদের উপর, যার ফলে শহীদ হয়ে যান তিন পুলিশ সদস্য। এই ঘটনার কয়েকটি ছবি পাওয়া গেছে যেগুলি দেখে এনকাউন্টার এর মত ঘটনা মনে হচ্ছে।

ছবিগুলোর ওপর ভিত্তি করে বোঝা যাচ্ছে পুলিশ কর্মীদের গুলি করা হয়েছে খুব নিকট থেকেই। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি মৃত ময়ূর পাখি, চারটি হরিণের মাথা এবং দুটি হরিণ মাথাবিহীন।

এর পরেই ঘটনাস্থলে পৌঁছান জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নরত্তম মিশ্র জানিয়েছেন,” এই ঘটনাটিতে যে পুলিশকর্মীরা সাহসিকতার সঙ্গে কাজ করে শহীদ হয়েছেন তাদের শহীদের প্রতিদান বৃথা যাবে না।

যারা অপরাধ করেছে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে। এবং মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, তিনি গোটা ব্যাপারটি নিজেই দেখবেন।