সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফি’রে আ’স’তে পারেননি কল্পনা চাওলা, ২০ বছর আ’গে স্পেস শাটল কলম্বিয়ার স’ঙ্গে কি ঘ’টে’ছি’লো?

ভারতীয় বংশধ্ভূত কল্পনা চাওলা,ও সাত জন মহাকাশচারীকে নিয়ে ২০০৩ সালের ১৬ জানুয়ারি পাড়ি দিয়েছিল আমেরিকার মহাকাশযান কলম্বিয়া। কিন্তু সেটা মহাশূন্যেই ধ্বংস হয়ে যায়। আর সেখানে থাকা প্রত্যেকেই মারা যায়। ১ লা ফেব্রুয়ারি দেখতে দেখতে ২০ বছরে পা দেবে সেই ঘটনা। কেমন করে এই ঘটনা ঘটল?

কোন ভুলত্রুটির জন্য এমনটা হল সেটা নিয়েই দুই দশক ধরে চলছে গবেষণা। কল্পনাদের শেষের মূহুর্ত কেটেছিল কিভাবে? সেটাই জানার চেষ্টা করা হচ্ছিল। এই ঘটনা ঘটার পরে দারুন ভাবে , ২০০৩-এর ১ ফেব্রুয়ারি আমেরিকার কেনেডি স্পেস সেন্টারে রীতিমতো হইচই এবং শোরগোল পড়ে গিয়েছিল।

তারা সবাই মহাকাশচারীদের অভ্যর্থনা জানাতে প্রস্তুত হয়েছিল, কিন্তু তাদের মাটি স্পর্শ করার আগেই ঘটে যায় এই ঘটনা যা কেউ কল্পনা পর্যন্ত করতে পারেনি। জানা যায়, কলম্বিয়া যানের প্রধান দায়িত্বে ছিলেন রিক হাজ়ব্যান্ড। অবতরণের বিষয়ে তাঁকেই যাবতীয় নির্দেশ দিচ্ছিলেন নাসার ‘এন্ট্রি ফ্লাইট ডিরেক্টর’ লেরয় কেন।

আরো খবর: পেলে-মারাদোনা ভা’লো, কিন্তু সে’রা ড্রিবলার মেসি! রইলো ভাইরাল ভিডিও

আর তারপরেই পৃথিবীতে ফেরার তোড়জোড় শুরু হয়, যার পরেই কল্পনা একেবারে কাজ শুরু করে দেয়। কিন্তু সেখানেই নাকি ঘটে যায় একটি ঘটনা যেটা মাঝ আকাশে মেরামত করার মতো কোনো সুযোগই ছিল না, কারণ জানা যায় এসটিএস-১০৭ উৎক্ষেপণের সময়।

এই যানের বাইরের জ্বালানি ট্যাঙ্ক থেকে নিরোধক ফোমের একটি টুকরো ভেঙে যায় এবং সেই টুকরো গিয়ে আঘাত করে যানটির অরবিটারের বাম ডানায় থাকা তাপ সুরক্ষা যন্ত্রে।

যেটা একটি ভয়ের সংকেত। তার ফলেই দেখা যায় আঘাতের কারণে আগে থেকেই ক্ষতি হয়েছিল তাপ সুরক্ষা যন্ত্রের, তার ফলেই দেখা যায় নিমিষের মধ্যেই যন্ত্র বায়ুমণ্ডলীয় গ্যাসের তাপ সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলে।

তাপ সহ্য করতে না পেরে কলম্বিয়ার অভ্যন্তরীণ ডানার কাঠামোতে আগুন ধরে যায়। সেই আগুন সারা মহাকাশযানে ছড়িয়ে পড়ে।আর তার পরের ঘটনা আমাদের সবার জানা।