সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রথম দেখাতেই এই অভিনেতার নে’শা’য় বুঁ’দ ছি’লে’ন কাজল, চিনে নিন তা’কে

একযুগ ধরে যে নায়িকা আমাদের সকলের মনে আধিপত্য বিস্তার করেছিলেন, যে নায়িকা একাধারে প্রায় একশর বেশি সিনেমাতে অভিনয় করেছেন, যাকে একবার দেখার জন্য অপেক্ষা করে থাকতেন বহু মানুষ, সেই কাজলের জন্মদিন আজ। আমরা কাজলের সম্পর্কে অনেক কিছু জানি কিন্তু হয়তো এই কথাটা আমরা জানি না যে কাজলের প্রথম প্রেম কিন্তু অজয় দেবগন ছিলেন না, বরং বলিউডের আরো একজন অভিনেতা এমন ছিলেন যার জন্য পাগল ছিলেন কাজল।

বরাবরই ছকভাঙা কাজ করতে পছন্দ করেন কাজল। স্বামী অজয় দেবগনের একদম বিপরীত চরিত্র হলেন তিনি। হাসিখুশি প্রাণবন্ত মেয়ে হলেন কাজল। স্বামী সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন তিনি। ১৯ বছর পেরিয়ে গেলেও তাদের দাম্পত্য জীবনে বিন্দুমাত্র ভাঁটা পড়েনি। বর্তমান সমাজে দাড়িয়ে যেখানে বিবাহ বিচ্ছেদের খবর আমরা সবসময় শুনতে পাই, সেখানে এখনো পর্যন্ত সুখের সংসার করছেন কাজল।

তবে অজয় দেবগন নয়, কাজলের জীবনের প্রথম ক্রাশ ছিলেন অক্ষয় কুমার। সম্প্রতি কপিল শর্মা শোতে এসে কাজলের জীবনের এই গোপন তথ্য ফাঁস করে দিলেন করন জহর। বিখ্যাত পরিচালক করণ জহর হাসতে হাসতে বলেন, আমার সঙ্গে কাজলের সম্পর্ক সেই ভাবে ভাল ছিলনা। প্রথম আমাকে একটি পার্টিতে দেখে কাজল হঠাৎ করে হাসতে শুরু করে দেয়। আমিও তখন নিজেকে গুটিয়ে নি। কিন্তু এরপরে অন্য একটি পার্টিতে আমাদের আরো একবার দেখা হয় এবং তখন সেই পার্টিতে উপস্থিত ছিলেন অক্ষয় কুমার।

করণ জোহর সকলের সাথে শেয়ার করে জানান, সেই পার্টিতে কাজল আমায় জানায়, অক্ষয় কুমারের সঙ্গে গিয়ে কথা বলতে সে খুব ভয় পাচ্ছে। উত্তরে আমি কাজলের হাত শক্ত করে ধরে নিয়ে বলি একদম ভয় পেয়ো না। চলো আমরা একসাথে কথা বলি। পার্টিতে অক্ষয় কুমারের সঙ্গে কতখানি কথা বলতে পেরেছিলেন কাজল, সেটা মনে না করতে পারলেও কাজল এবং করণ জোহারের বন্ধুত্ব তখন থেকে অটুট হয়ে যায়।

অন্যদিকে অজয় দেবগন কাজলের প্রেমে পড়ার আগে রবীনা ট্যান্ডনকে ডেট করতেন। রবীনা ট্যান্ডনের সঙ্গে বহুদিন সম্পর্ক থাকার পর অবশেষে কাজলের প্রেমে পড়ে যান অজয় দেবগন। যদিও এখন সবকিছুই অতীত। এই সমস্ত কথা মনে করে এখন শুধুমাত্র হাসি পায়। সকলেই তাদের দাম্পত্য জীবনে সুখের সংসার করছেন। মাঝে মাঝে শুধু মজার ছলে বেরিয়ে আসে এই সমস্ত অতীতের কথা, যা শুনে আমরা অবাক হয়ে যাই।