সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

CBI কর্তাদের ভূমিকায় ক্ষু’দ্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায়, বললেন “খুব খা’রা’প দিন আসছে”

তাহলে কি এবার সর্ষের মধ্যেই ভূত? এবার নাকি কলকাতার প্রধান বিচারপতি অভিজিত বন্দ্যোপাধ্যায় সিবি আই এর অফিসারদের সম্পত্তির হলফনামা চেয়ে নির্দেশ দিয়েছেন। আজ বৃহস্পতিবার তিনি দারুণ ভাবে ক্ষুব্ধ নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তকারী সিবি আই দলের ওপরে।

বিচারপতি একেবারে কোনো রাখঢাক না মেনেই তার ভরসার সিবি আই দলের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি তাদের ওপরে দারুন ভাবে ক্ষুব্ধ। আজ তার এজলাসে করা প্রতিটি মন্তব্য ও ক্ষোভ দারুণ ভাবে প্রকাশ পেয়েছে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে একেবারে হুশিয়ার করেই বলেন যে, সিবি আই কল্পনাও করতে পারবে না তাদের সামনে কতটা খারাপ দিন আসতে চলেছে। এটা নতুন নয় সিবি আই এর কর্মকান্ড নিয়ে দারুণভাবে ক্ষোভ প্রকাশ করেছিলেন বিচারপতি।

আরো খবর: কোন কর কা’ঠা’মো ভা’লো হবে আপনার প’ক্ষে? পুরানো না নতুন? দেখে নিন

আর সেই ক্ষোভ এবার তিনি উগড়ে দিলেন এই কথার মাধ্যমে। নিয়োগ দুর্নীতি নিয়ে সিবি আই এর ওপরে ভরসা রেখে তাদের তদন্ত করার ভার দিয়েছিলেন তিনি। কিন্তু কাজের কাজ কিছুই করতে পারে নি তদন্তকারী সংস্থা।

ইতিমধ্যেই এক সিবি আই কর্তাকে নিয়োগ মামলার বিশেষ দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এদিকে আজ বৃহস্পতিবার বিচারপতি সিবি আই কর্তা সোমনাথ বিশ্বাসের সম্পত্তির হলফনামা চেয়েছেন।

তার বিরুদ্ধে অবশ্য আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে কিনা সেটা এখনও স্পষ্ট নয়। তবে বিচারপতি বলেছেন, সারা বাংলার লোক তাকিয়ে রয়েছে কি হয়? আর আপনারা ইয়ার্কি মারছেন? সোমনাথ বিশ্বাসের ওপরে বিভাগীয় তদন্ত করা উচিৎ।