সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চাকরিপ্রার্থী তরুণীকে মা’ম’লা চা’লি’য়ে যাওয়ার উপদেশ, হাল ছা’ড়’তে না বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

এর আগে কলকাতা হাইকোর্টের কোন বিচারপতির নাম এত জোরালোভাবে শোনা যায়নি। তিনি যেন বিচারপতি নন মানুষের কাছে তিনি ভগবান। তিনি অভিজিত গঙ্গোপাধ্যায়। রাজ্য তো বটেই গোটা দেশের কাছে জনপ্রিয় বিচারপতি তিনি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তার রায় আলোড়ন সৃষ্টি করেছে গোটা দেশে। শনিবার শিলিগুড়ির একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বেসরকারি আইন কলেজের সেই অনুষ্ঠানে প্রধান অতিথির পদ অলংকৃত করেন তিনি। সেখানে এক আদিবাসী সম্প্রদায় চাকরিপ্রার্থী তার সঙ্গে দেখা করেন। ওই চাকরি প্রার্থীর নাম মারিয়া আসুমতা তিরকি। তিনি সম্মান জানিয়ে তার দাবি পেশ করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে। ২০১২ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন তিনি।

সেই পরীক্ষায় পাশও করেন হিন্দি বিভাগে। স্কুল শিক্ষকের নিয়োগ প্রানেলে তার এক নম্বরে নাম ছিল। কিন্তু তার দাবি তাকে বঞ্চিত করা হয়। তালিকায় দ্বিতীয় স্থানাধিকারীকে নিয়োগ করা হয়। এ নিয়ে আদালতে তিনি মামলা করেছেন । অথচ কোন সুরাহা হয়নি। শনিবার চাকরির দাবিতে তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। কারণ তিনি আশাবাদী বিচারপতি গঙ্গোপাধ্যায় গরিবের ভগবান। তাই তার কাছ থেকেই মিলবে সুরাহা।

আরো খবর: না’ম’ছে রাজ্যের তাপমাত্রা, কবে থেকে জাঁ’কি’য়ে শীত বঙ্গে? কি বলছে হাওয়া অফিস?

এদিন মনোযোগ দিয়ে তার সমস্ত অভিযোগ শোনেন বিচারপতি। এরপর তিনি জানান প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার বিচার তিনি করছেন। এসএসসি মামলার বিষয় দেখছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তবে তিনি সাহস যোগান মারিয়াকে। লড়ে যাও জয় একদিন হবেই।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই দীপ্ত কন্ঠ শুনে অনেকটা উজ্জীবিত হয়ে ওঠেন মারিয়া। তিনি সংবাদমাধ্যমের কাছে জানান উনি সত্যিই ভগবান। আমার মতন অনেক চাকরিপ্রার্থী সুবিচার পাবে।