সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অতিরিক্ত খরচ না ক’রে শু’ধু এই নিয়মগু’লো মানলেই বাইকের মাইলেজ বা’ড়’বে অনেকটাই

এখন মোটরসাইকেল চালানোর খরচ নিয়মিত বেড়েই চলেছে। তবে কয়েকটি সহজ নিয়ম মেনে চললে খুব সহজে মোটরসাইকেলে কিছুটা অতিরিক্ত মাইলেজ পাওয়া সম্ভব। না জানলে দেখে নিন বাইকে মাইলেজ বাড়ানোর এই খুব সহজ টোটকা গুলি।

বিগত এক বছরে জ্বালানির দাম হু হু করে বেড়েছে। এর সঙ্গে বেড়েছে মোটরসাইকেল রক্ষণাবেক্ষণের খরচ। মোটরসাইকেল নির্দিষ্ট সময়ের আগে সার্ভিস করানোর চেষ্টা করুন।

নিয়মিত সার্ভিস করালে শুধু মাইলেজ বাড়বে না আপনার মোটরসাইকেলের ইঞ্জিনের আয়ু বাড়বে। কখনও সার্ভিসে দেরি হলেও ইঞ্জিন অয়েল পরীক্ষা করে নিতে ভুলবেন না।

আরো পড়ুন: ছাগলের থেকেও একদম দু’র্ব’ল সিংহ, বি’শ্বে’র সবচেয়ে করুন চিড়িয়াখানার ছবি ভাইরাল

সঠিক সময়ে সার্ভিস করানোর পরেও যদি মাইলেজে উন্নতি না হয় তবে বাইকের কার্বোরেটরের সেটিংস দেখে নিন। ইলেকট্রিকালি অথবা ম্যানুয়ালি কার্বোরেটরের সেটিংস বদল করতে মাইলেজে অনেকটা হেরফের হতে পারে। ফিরে পেতে পারেন ইঞ্জিনের পারফর্মেন্স। ফলে মাইলেজ বাড়িতে পারে অনেকটা।

মোটরসাইকেলে সঠিক পেট্রল ব্যবহার করলে বেশি মাইলেজ পেতে পারেন। ইঞ্জিনের ভালো পারফর্মেন্সের জন্য আনলিডেড প্রিমিয়াম পেট্রল সবথেকে ভালো।

আরো পড়ুন: ফের কি নতুন পে কমিশন লা’গু হবে? কর্মীদের নিয়ে কি ভা’ব’ছে কেন্দ্র?

শহরের মধ্যে দ্রুত গতিতে বাইক চালিয়ে ঘন ঘন ব্রেক করলে মাইলেজ কম পাবেন। তাই ধীরে মোটরসাইকেল চাইলে যত কম সম্ভব ব্রেক ব্যবহারের চেষ্টা করুন।

প্রত্যেক মোটরসাইকেলের টায়ারে আলাদা প্রেশার দিতে হয়। প্রত্যেকবার তেল ভরতে যাওয়ার সময় পেট্রল পাম্পের মেশিনে মোটরসাইকেলের দুই চাকার হাওয়ার চাপ মেপে নিন।