সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

টা’কা দিয়েও চাকরি না হওয়ায় ২ তৃণমূল নেতাকে বে’ধ’ড়’ক মা’র চাকরিপ্রার্থী ও গ্রামবাসীদের

টাকা দিয়েও হয়নি চাকরি, এমনকি ফেরত পর্যন্ত পায় নি সেই টাকা।এবার সুযোগ পেয়ে টাকা নেওয়ার জন্য তৃণমূল কর্মীকে বেধড়ক পেটালেন চাকরিপ্রার্থীরা। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সন্ধ্যায় উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। তবে শুধু তাদের সেই চাকরিপ্রার্থীরাই নয়, সাথে গ্রামবাসীরাও বেধরক পিটিয়েছে।

ভদ্রু বর্মন, তিলক দাস নামে দুই যুবক চাকরি দেওয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে টাকা আদায় করে। লক্ষাধিক টাকা তারা আদায় করেও, কারো চাকরি দিতে পারেনি তারা।

সেই কারণেই উত্তেজিত গ্রামবাসী ও টাকা দেওয়া চাকরিপ্রার্থীরা সবাই মিলে সেই দুই যুবককে বেধড়ক মারধর করে। যার কারণে কালিয়াগঞ্জের বিরঘই গ্রাম পঞ্চায়েতের শাকধুয়া জামবাড়ি গ্রামে দারুন উত্তেজনার সৃষ্টি হয়।

আরো পড়ুন: ভারতের প্রথম বেসরকারি ট্রেন ছু’ট’লো ট্র্যা’কে, দেখে নিন কেমন সেই ট্রেন

অনেকদিন থেকে হাতের নাগালে পাওয়া যাচ্ছিল না সেই দুই যুবককে, কিন্তু সুযোগ বুঝে সেই দুই যুবককে পাকড়াও করে টেনে রাস্তায় নিয়ে আসে, এরপরেই বেধরক মারধর করে তাদের।

যখন দুই তৃণমূল নেতার অবস্থা খুবই শোচনীয় তখনই সেখানে পৌঁছায় স্থানীয় তৃণমূল নেতা সুব্রত সরকার। তিনি গিয়ে যখন টাকা ফেরতের আশ্বাস দেয়, তখনই সেই দুই তৃণমূল নেতা মারের হাত থেকে রক্ষা পায়।