সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জিও-র 5G ফোন একদম জলের দ’রে! ল’ঞ্চ করার আগেই ফাঁ’স ফোনের ফি’চা’র্স

অক্টোবর মাসেই 5g ফোন লঞ্চ করবে জিও। একেবারে জলের দরে পাওয়া যাবে এই ফোন। ১২০০০ টাকার কম খরচে ফাইভ জি ফোন কেনার সুযোগ দিচ্ছে মুকেশ আম্বানির সংস্থা। তবে এবার সস্তায় ফাইভ জি ফোনে সম্ভব স্পেসিফিকেশন ইন্টারনেটে জানা গিয়েছে। সেখানে জানা যাচ্ছে বারো হাজার টাকার এই কম দামি ফোনের মধ্যে অনেক ভালো ভালো ফিচারস রাখা হয়েছে।

জিওর ৫জি ফোনে স্ন্যাপড্রাগন ৪৮০ চিপসেট থাকবে। সেই সঙ্গে 4gb রাম এবং ৩২ জিবি স্টোরেজ পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলবে এই ফোন। সস্তার ফাইভ জি ফোনে ডিসপ্লেতে ৯০ হাজ ডিসপ্লে থাকবে। এর পেছনে ডুয়াল ক্যামেরা সেট আপ থাকতে পারে। প্রাইমারি ক্যামেরার ১৩ এমপি সেন্সর থাকবে।

জিও তরফ থেকে জানানো হয়েছে যে গুগলের সঙ্গে হাত মিলিয়ে ফাইভ-জি লঞ্চ করা হবে। প্রথমত ২ লাখ কোটি টাকা খরচ করে এই ফাইভ-জি নেটওয়ার্ক সম্প্রসারণ করতে চলেছে জিও কোম্পানি। ৯১ মোবাইল ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট অনুসারে জিও ফোন ৫জি ফাওমারের বিস্তারিত তথ্য এবং স্পেসিফিকেশন জানানো হয়েছে। শীঘ্রই এই ফোনটি লঞ্চ করা হবে।

আরো পড়ুন: এবার গায়ক হিসেবে ম’ঞ্চ কাঁপালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মু’গ্ধ উপস্থিত সকলেই

জিও ফোন ফাইভ জিতে ডুয়েল রিয়ার ক্যামেরা থাকবে। সেলফি এবং ভিডিও কলের জন্য ৮ এমপি ক্যামেরা কানেক্টিভিটি থাকবে। এরমধ্যে google মোবাইল সার্ভিস প্রিলোডেড থাকবে। এছাড়া জিওর সমস্ত অ্যাপ্লিকেশন পাওয়া যাবে এর মধ্যে।