Home দেশ বিষধর সাপ ধ’রা কোনো ব্যাপারই নয় তার কা’ছে! সেই সাপের কামড়েই……

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিষধর সাপ ধ’রা কোনো ব্যাপারই নয় তার কা’ছে! সেই সাপের কামড়েই……

সাপ ধরা ছিল তার নেশা। বিভিন্ন ধরনের বিষাক্ত সাপ ধরে খেলা দেখাতে তিনি ছিলেন ওস্তাদ। শেষমেষ সাপের কামড় খেয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রইলেন কেরালার বিখ্যাত সাপুড়ে ভাভা সুরেশ।

Slight improvement in Vava Suresh's vital signs, to remain on ventilator

 

সাপ ধরার জন্য তিনি সোশ্যাল মিডিয়াতে বেশ পরিচিত ছিলেন। সারা কেরালা জুড়ে তার পরিচয় ছড়িয়ে পড়েছে। মারাত্মক বিষাক্ত বিশাল বড় বড় সাপ ধরতে তিনি ওস্তাদ।

Prayers yield results, Vava Suresh discharged from hospital, to catch  snakes from tomorrow - KERALA - GENERAL | Kerala Kaumudi Online

তিনি সাপ ধরতে পারদর্শী এবং বিভিন্ন বাড়ি থেকে বিষাক্ত সাপ তিনি ধরে নিয়ে এসে নিরাপদ স্থানে ছেড়ে দিতেন। তবে শেষমেশ একটি সাপের কামড় খেয়ে ভয়ানক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

Vava Suresh is an unscientific snake catcher Engels Nair opens up |  'പിടികൂടിയ 99 ശതമാനം പാമ്പുകളും ജീവിച്ചിരിപ്പില്ല' വാവാ സുരേഷിനെതിരെ  തുറന്നടിച്ച് ഏംഗല്‍സ് നായര്‍ ...

কোট্টায়ামের থেকে একটি এলাকাতে সাপ ধরার জন্য তিন দিন আগে তাকে ডাকা হয়েছিল। সোমবার তিনি ওই এলাকাতে কোবরাটিকে ধরার চেষ্টা করেছিলেন।

Kerala: Ace Snake-Catcher Vava Suresh Bitten by Cobra, Condition Critical

সেই সময়ে সাপটি তার ডান পায়ে কামড় দিয়ে দেয়। তখন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। উল্লেখ্য এর আগেও বহুবার একাধিক সাপের কামড় খেয়েছেন তিনি।

വാവ സുരേഷിന്റെ ആരോഗ്യനിലയിൽ പുരോഗതി | Vava Suresh | Snake Bite | Kottayam  News | Manorama News

তবে মৃত্যুর দোরগোড়ায় থেকে প্রতি মুহূর্তে তিনি ফিরে এসেছেন। এর আগে বিষধর সাপের কামড়ে তাকে দুবার ভেন্টিলেটর অব্দি যেতে হয়েছিল। তার পরেও তিনি প্রাণে রক্ষা পেয়েছেন।

Vava Suresh's condition remains critical; shifted to Kottayam medical  college, Govt assures free treatment | DH Latest News, DH NEWS, Kerala,  Latest News, India, NEWS , cobra, Kottayam, Kerala, Health Minister Veena

তবে বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। কোট্টায়ম মেডিকেল কলেজে ভেন্টিলেটরের জন্য তাকে স্থানান্তরিত করা হয়েছে।