সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কোমরের নিচে এরকম জো’ড়া টো’ল চি’হ্ন আছে? তবে ভা’লো খবর আপনার জন্য

আমরা শরীর নিয়ে যতই সচেতন থাকি না কেন, অনেক সময় আমরা আমাদের শরীরের অনেক অংশের সঠিক অর্থ জানি না। তেমনই একটি অংশ হলো আমাদের কোমরের নিচের অংশ। আপনি কি জানেন, কোমরের নিচের অংশে এই ধরনের টোল কেন পড়ে? এটিকে বলা হয় বাট ডিম্পল। যে সকল মানুষের পশ্চাৎদেশে এই বিশেষ সাদৃশ্য রয়েছে, মনে করা হয় সেই সমস্ত ব্যক্তিদের দাম্পত্য জীবনে বিশেষ মুহূর্তের পর্যায়ে পৌঁছতে খুব একটা বেশি দেরী হয় না।

Beauty Dimples On Your Back

পুরুষদের ক্ষেত্রে খালি গায়ে বিশেষত এই চিহ্নটি বেশি করে লক্ষ্য করা যায়। পিঠের নিচে এবং নিতম্বের একটু উপরে যে অংশটি থাকে, সেইখানে পরে এই টোল। ঠিক যেন গালে টোল পড়ার মতো। একে বলা হয় ভেনাস অথবা অ্যাপেল হোল।

ভেনাস যেহেতু প্রেমের প্রতীক তাই এই টোলকে বলা হয় ভেনাস হোল। যাদের পশ্চাৎদেশে এইরকম চিহ্ন রয়েছে, তারা বিছানায় অনেক বেশি সহানুভূতি লাভ করে। তবে দুঃখের বিষয় একটাই, আপনি চাইলেও কৃত্রিমভাবে এই টোল তৈরি করতে পারবেন না। পূর্বপুরুষদের এমন কোন চিহ্ন থাকলে তবেই এই চিহ্নের অধিকারী হওয়া যায়।