সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গরমে কি কুঁ’চ’কি ছ’ড়ে গিয়েছে? হাঁটতে অসুবিধা হচ্ছে? উপায় জেনে নিন

সত্যি যে গরম পরেছে, সেটা আর বলতে হবে না। মানুষ একেবারে গরমে নাজেহাল। তাই যদি গরম থেকে বাচতে চান তাহলে কিছু উপায় তো আপনাকে অবলম্বন করতে হবেই। বিশেষ করে গরমের কারণে আমাদের কোমড়ের নিচের বিভিন্ন অংশে প্রচণ্ড ঘাম হয়, আর সেই কারণেই কুচকি ছড়ে যায়।

তার ফলে দারুণ যন্ত্রণার মধ্যে পরতে হয়। কিন্তু এই থেকে বাচার জন্য আছে কিছু উপায়। সবার প্রথমেই আপনাকে মলম লাগাতে হবে, কারণ মলম না লাগালে জ্বলন আরও বেশী বৃদ্ধি পাবে। যার ফলে সামান্য পাটাও আপনি নাড়াতে পারবেন না। তাই মলম লাগান।

লুব্রিকেটিং তেল পাওয়া যায়, সেই তেল আপনি আপনার ছড়ে যাওয়া অংশে লাগাতে পারেন। এতে কাপড়ের ঘষায় সেই অংশ ছড়ে যাবে না। বিশেষ করে পেট্রোলিয়াম জেলি লাগালেও ভালো কাজ দেবে, যার মধ্যে ভেসলিন অন্যতম।

আরো খবর: লোহার তৈরি ট্রেন হলেও চলে ইলেক্ট্রিকে, তবুও কেন বিদ্যুৎপৃ’ষ্ট হয় না?

অনেক সময় এমন হয়, ঠিক অ’ন্ত’র্বা’স বেছে না নিলে কুচকিতে ছড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ছড়ে যাওয়ার হাত থেকে বাচতে চাইলে ঠিক অ’ন্ত’র্বা’স বেছে নিন। সুতির কাপড়ের অ’ন্ত’র্বা’স পরুণ, এতে ঘাম কম হবে ও সংক্রমণের আশঙ্কাও কম থাকবে।

মানুষের হাটাহাটি করার ক্ষেত্রেও এই সমস্যা চোখে পরে, যদি আপনার কুচকিতে ছড়ে যায় তাহলে হাটাহাটি কম করুন ও সাবধানে করুন।