সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাংলার নতুন রাজ্যপাল কি তবে ইনি হচ্ছেন? তাহলে কি আ’রো চা’প বাড়বে তৃনমুলের?

বিজেপি সভাপতি জেপি নড্ডা বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড় কে দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। এর মধ্যে প্রশ্ন উঠছে, বাংলার রাজ্যপালের কুর্সিতে বসবেন তবে কে?।

ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বেশ কিছু নাম ঘোরাফেরা করছেন। লড়াইয়ে যে নামটা সবচেয়ে এগিয়ে আসছেন; তিনি হলেন ভেনকাইয়া নাইডু।

ভেনকাইয়া নাইডু ভারতের ১৩তম উপরাষ্ট্রপতি। তিনি মোদী কেবিনেটে আবাস ও শহরের দরিদ্রতা উন্নয়ন মন্ত্রী, নগরীয় উন্নয়ন মন্ত্রী ও তথ্য ও সম্প্রচারণ মন্ত্রী হিসাবে পরিষেবায় নিযুক্ত ছিলেন।

২০০২ সালের থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি ভারতীয় জনতা পার্টির অধ্যক্ষ হিসাবে কার্যকরী ছিলেন। এর আগে তিনি অটল বিহারী বাজপায়ীর কেবিনেটে গ্রামোন্নয়ন মন্ত্রী ছিলেন।