সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দুর্নীতি ই’স্যু’তে এবার মু’খ খুললেন বুদ্ধিজীবীরা, শো’না গেল প্রতিবাদের সু’র

বাংলার মানুষ আরো বড় একটা পরিবর্তন দেখতে চলেছে! এসএসসি দুর্নীতি কান্ড থেকে রাজ্যের বিভিন্ন স্তরে দুর্নীতির খবর প্রকাশ্যে আসতেই মুখ পুড়েছে রাজ্য সরকারের। এমতাবস্থায় মুখ খুললেন বুদ্ধিজীবীরা। সরকারের সমালোচনা করে প্রতিবাদ করতে শোনা গেল তাদের।

সম্প্রতি সরকারের সমালোচনা নিন্দা এবং প্রতিবাদ করতে শুরু করেছেন আমজনতা থেকে তারকারা। অথচ নীরব ছিলেন বুদ্ধিজীবীরা। এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে ক্রমাগত কটাক্ষের মুখে পড়তে হচ্ছিল তাদেরও।

অবশেষে নীরবতা ভঙ্গ করে প্রতিবাদে সরব হলেন তারাও। সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাহুল অরুণোদয় ব্যানার্জি, দেবদূত ঘোষ ,মানসী সিনহা, চন্দন সেন, শিক্ষাবিদ পবিত্র সরকার, পরিচালক অনিক দত্ত, দেবজ্যোতি মিশ্র, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা।

আরো পড়ুন: Sprite আর সবুজ বোতলে না, এবার সাদা বোতলে মি’ল’বে এই পানীয়

এই সাংবাদিক বৈঠকে বুদ্ধিজীবীরা জানিয়েছেন আগামী সোমবার দুর্নীতির বিরুদ্ধে মিছিল হবে ভিক্টোরিয়া হাউস থেকে মেয়ো রোড পর্যন্ত। পবিত্র সরকার বলেছেন আজ বাংলার আকাশে মেঘের ঘনঘটা।

পার্থ চট্টোপাধ্যায় শুধু দেশ নয় গোটা পৃথিবীর কাছে বাঙালির মাথা হেঁট করেছেন। এভাবেই একের পর এক কটাক্ষ করে চলেছেন বুদ্ধিজীবীরা।

রাহুল অবশ্য বুদ্ধিজীবীদের কটাক্ষ করেছেন। অভিনেতা জয়রাজ ভট্টাচার্য সরাসরি বাংলার বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে কটাক্ষ করে বলেন তিনি কিছুতেই এই দায় এড়াতে পারবেন না।

তিনি সরাসরি বলেছিলেন কেবল তৃণমূলের ছেলে মেয়েরাই চাকরি পাবে। এদিকে রুদ্রনীল ঘোষ সরাসরি প্রশ্ন তুলেছেন লেখক কবিরা আজকে চুপ কেন? তারা কি সবাই ঘুমিয়ে পড়েছেন?