সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

টা’কা ইনকামের অভিনব পন্থা, মা’স্ক’হী’ন লোক দেখলেই জ’রি’মা’না ফেক পুলিশের, কলকাতায় চলছে প্র’তা’র’ণা

করোনা মহামারীর পরিস্থিতিতে যারা মাস্ক পরেননি তারা যেমন নিজেদের বিপদ ডেকে এনেছেন তেমনই অন্যের বিপদের কারণ হয়েছেন। তবে মাস্কবিহীন পথচারীদের থেকে জরিমানা আদায় করতে গিয়ে কার্যত নিজেই বিপদে পড়ে গেলেন এক যুবক। শনিবার দুপুরে কলকাতা ফোর্ট উইলিয়াম এবং লেডি ডাফরিন রোডের সংযোগস্থলে এক যুবক নিজেকে সিভিক ভলেন্টিয়ার হিসেবে পরিচয় দিয়ে পথচারীদের উপর হম্বিতম্বি করতে শুরু করে।

ওই যুবকের দাবি, সে নাকি পুলিশের কর্মী। পুলিশের নাম করে সে পথচারীদের থেকে জরিমানা তুলতে শুরু করে। কারো কাছে 500 টাকা, কারো কাছে 100 টাকা জরিমানা ধার্য করে। এভাবেই বেশ চলে যাচ্ছিল তবে গোল বাঁধলো দুপুরের দিকে। দুপুরে এক মাস্ক বিহীন বাইক আরোহীকে পাকড়াও করে ওই যুবক। বাইক আরোহী বলেন তিনি জরিমানা দিতে রাজি আছেন তবে তাকে রশিদ দিতে হবে।

এতে কার্যত রাস্তার উপর ঝামেলা বেঁধে যায়। ঘটনাটি পুলিশের কান অব্দি পৌঁছায়। আশেপাশের কিছু পথচারীও ওই বাইক আরোহীকে সমর্থন করেন। এমতাবস্থায় ওই স্থানের কর্তব্যরত পুলিশ সার্জেন্ট এসে পৌঁছান এবং তিনি সিভিক ভলেন্টিয়ার হিসেবে পরিচয় প্রদানকারী ওই যুবককে চিনতে অস্বীকার করেন। তারপর তাকে নিয়ে যাওয়া হয় থানাতে।

থানাতে গিয়ে অভিযোগ অস্বীকার করে সে আদতে পুলিশকর্মী তো দূরের কথা সিভিক ভলেন্টিয়ারও নয়। ওই যুবকের এই উদ্যোগকে সমর্থন করলেও নিজেকে পুলিশ কর্মী হিসেবে পরিচয় প্রদান করা এবং পথচারীদের থেকে জরিমানা নেওয়াটা গর্হিত অপরাধ বলেই জানাচ্ছে পুলিশ।