সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বেড়েই চলেছে সং’ক্র’ম’ণ! তিনদিন ভাটপাড়া পুরসভার স’ব বাজার ব’ন্ধ, জানুন বিস্তারিত

দীর্ঘ প্রায় এক মাসেরও বেশি সময় ধরে চালু হওয়া লকডাউনের প্রভাবে কার্যত রাজ্যে করোনার গ্রাফ অনেকখানি নেমে এসেছে। তবে সারা রাজ্যের মধ্য থেকে উত্তর ২৪ পরগনা এখনো করোনা সংক্রমণে নিরিখে প্রথম স্থানে রয়েছে। বারাকপুর, ভাটপাড়া-সহ বহু এলাকায় করোনা সংক্রমনের হার এখনও আশঙ্কাজনক। সেই কারণেই ৩ দিন দোকান-বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভাটপাড়া পৌরসভা।

ভাটপাড়া পুরসভার তরফ থেকে শনিবার এই মর্মে একটি নির্দেশিকা পেশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে পুরসভার ৬,৭,২২,২৪,২৫ ও ৩৪ নম্বর ওয়ার্ডে সংক্রমিতের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। এই সংক্রমিত সংখ্যা কমানোর জন্য ২৮ থেকে ৩০ জুন অর্থাৎ আগামী তিন দিন জরুরী পরিষেবা ছাড়া দোকান এবং বাজার সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের সিদ্ধান্ত মত, জরুরী পরিষেবা ক্ষেত্রে অবশ্য বাধা থাকছে না।

সংক্রমণে নিয়ন্ত্রণ আনতে গত সোমবার থেকে ৭ দিন বারাকপুরে লকডাউন চালু করা ছিল। ব্যারাকপুরের বাজার আপাতত বন্ধ থাকবে বলেই জানানো হয়েছে। নির্বাচনের সময় থেকেই রাজ্যজুড়ে প্রতিনিয়ত করোনা সংক্রমিতের সংখ্যা বাড়ছিল। সেই সময় প্রতি বছর ১৭ হাজার মানুষ আক্রান্ত হচ্ছিলেন। সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে লোকাল ট্রেনের চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

১৭ হাজার থেকে বর্তমানে প্রতিদিন নতুন করে সংক্রমিতের সংখ্যা হাজারে নেমে এসেছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১,৮৯৪ জন মানুষ। মৃত্যু হয়েছে ৩২ জনের। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৯৭.৩৪ শতাংশ। করোনার কবল থেকে ২৪ ঘন্টায় ১,৯৯৪ জন মানুষ সুস্থ হয়েছেন বলে জানা যাচ্ছে।