সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চাইনিজ লো’ন App-এর জা’লে ফেঁ’সে গিয়েছেন ভারতীয়রা! লো’নে’র টো’প গি’লে গা’য়ে’ব ১০ কোটি

এই অত্যাধুনিক প্রযুক্তির আমলে নানাভাবে সাধারণ মানুষকে ঠকানো হচ্ছে। না জেনে বুঝে কিছু জাল এপ্লিকেশনের ফাঁদে পা দিয়ে সর্বস্ব খোয়াচ্ছেন ভারতীয়রা। স্মার্ট ফোন অ্যাপ্লিকেশন এর মাধ্যমে সহজে ঋণ পাওয়া যায়। এই ব্যবস্থাকে হাতিয়ার করে ফাঁদ পাতছে প্রতারকরা।

সম্প্রতি চিনা অনলাইন প্রতারণা চক্রের হদিস মিলেছে। যারা কোনরকম নথি ছাড়াই লোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভারতীয় নাগরিকদের থেকে কয়েক কোটি টাকা লুটে নিয়েছে।

প্রথমে লোন দেওয়ার নামে প্রতিশ্রুতি দিয়ে পরে হুমকি মেসেজ পাঠিয়ে টাকা নেওয়ার অভিযোগ করছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরো পড়ুন: ন’য়া চ’ম’ক ED-র, পার্থ একবারে কেন্দ্রীয় সরকারি হাসপাতালে

এই লোন অ্যাপের সঙ্গে চিনা যোগসুত্র খুঁজে পেয়েছেন তদন্তকারী অফিসাররা। এই প্রতারণা চক্র ফেসবুক এবং instagram এর মতো প্লাটফর্মে বিজ্ঞাপন দিয়েছিল। সেখানে অ্যাপ ডাউনলোড করার পর ফোনের কন্টাক্ট এবং ছবি ভিডিও পারমিশন চাওয়া হয়েছিল।

আবেদন করার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টে ৬৮৭০ টাকা ঢুকেও যায়। এইভাবে গ্রাহকের বিশ্বাস অর্জন করে কয়েক দিনের মধ্যেই 6870 টাকার জন্য সুদ সহ এক লক্ষ টাকা ফেরত চাওয়া হতে থাকে।

গ্রাহক সেই টাকা দিতে অস্বীকার করলে কোম্পানির তরফ থেকে অনবরত হুমকি ফোন এবং মেসেজ আসতে থাকে এমনকি কন্টাক্ট লিস্টের ব্যক্তির কাছেও অপমানজনক মেসেজ পাঠানো হয়। এই চক্রের সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।