সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিভিন্ন ক্ষেত্রে দেশে প্রথম স্থা’নে বাংলা, রাজ্যে শিল্প বিনিয়োগের জো’রা’লো বা’র্তা দিলেন মমতা

করোনার আতঙ্ক মানুষের মন থেকে কেটেছে অবশেষে এবং তারপরেই রাজ্যে চলেছে বড়ো শিল্পে জন্য সম্মেলন। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন কলকাতাতে চলতি মাসেই তিন দিনের জন্য বিনিয়োগ মেলা হতে চলেছে।

সরকারের তরফ থেকে ইতিমধ্যে নেওয়া হচ্ছে মেলার জন্য জোর কদমে প্রস্তুতি। মিলন মেলার রং বদলে গেল বাণিজ্য সম্মেলনের জন্য। সোমবার কে এল বাইপাস এর কাছে বসতে চলেছে এই বিরাট মেলা যার নাম বিশ্ববাংলা প্রাঙ্গন।

এই মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলায় আবার নতুন করে শিল্প কিভাবে করা যায় সে ব্যাপারেই বিনিয়োগ বার্তা দিলেন। তিনি জানান,” কিছু কিছু ক্ষেত্রে বাংলা রয়েছে প্রথম স্থানে।

আরো পড়ুন: স্ত্রীর মৃ’ত্যু শো’ক স’হ্য করতে না পেরে জ্ব’ল’ন্ত চিতায় লা’ফ দিলেন স্বামী! মা’রা’ত্ম’ক ঘ’ট’না শ্ম’শা’নে

নিয়োগের ক্ষেত্রে এই মুহূর্তে বাংলা যথেষ্ট এগিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পিত কয়েকটি সামাজিক প্রকল্প বিশ্বের দরবারে যথেষ্ট প্রশংসা পেয়েছে এবং আন্তর্জাতিক স্তরেও সেটি পুরস্কৃত হয়েছে।

সোমবার সেই ব্যাপারে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, সামাজিক সুরক্ষার ক্ষেত্রে বাংলা এখন এক নম্বরে চর্ম শিল্প বাংলা রয়েছে এক নম্বরে।

অন্যদিকে ১০০ দিনের কাজ জাতীয় স্তরে বিশেষ ভাবে পুরস্কৃত হয়েছে, সেই কারণেই শিল্পপতিরা এখন বাংলায় বিনিয়োগ করতে আগ্রহী।” ” বর্তমানে শিল্পের জন্য অনেক কাজে আমরা হাতের মুঠোয় এনে দিয়েছি। আগামী দিনে মানুষের সুযোগ সুবিধা আরো বেশী বাড়তে চলেছে”।

আরো পড়ুন: স্ত্রীর মৃ’ত্যু শো’ক স’হ্য করতে না পেরে জ্ব’ল’ন্ত চিতায় লা’ফ দিলেন স্বামী! মা’রা’ত্ম’ক ঘ’ট’না শ্ম’শা’নে

এদিন মুখ্যমন্ত্রী শিল্পপতিদের উদ্দেশ্য করে কিছু কথা বলেন তিনি বলেন,” গোটা বিশ্বে ব্যবসায়ীদের অনেক সঙ্গী রয়েছে, তাই তাদের নিয়ে বাংলার মাটিতে হাঁটুন তাদের দেখান যে বাংলায় কি কি গড়ে উঠেছে এবং ভবিষ্যতে বাংলায় কত শিল্প হওয়ার সম্ভাবনা রয়েছে। মনে করা হচ্ছে যে আগামী দিনে বিজিবি থেকেও অনেক শিল্প তৈরি হবে বাংলার মাটিতে”।