সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নতুন বছরের প্রথম সপ্তাহে না’ম’লো দামের গ্রা’ফ, এক ধা’ক্কা’য় অনেকটা কমলো সোনার দা’ম

নতুন বছর পরতে না পডরতেই মধ্যবিত্তদের জন্য খুশির খবর এল। সামনেই বিয়ের সিজেন এবং সেই সময়ে সোনার দাম কমে গেল বেশ খানিকটা। সোনার দাম কমতে না কমতেই গ্রাহকরা সোনা কেনার জন্য ভিড় জমিয়েছেন দোকানগুলিতে। মঙ্গলবার দিন সোনার দামের পতনে বেশ ভালোই লক্ষ্য করা গেছে।

ক্রেতারা ইতিমধ্যেই সোনা কেনার জন্য দোকানে ভিড় জমিয়েছেন। কলকাতায় মঙ্গলবার সোনার দাম বেশ কমেছে, ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ছিল ৪৭,৪৫০ টাকা কিন্তু আজকে সেই দাম এসেছে ৪৭,১০০ টাকাতে।

অন্যদিকে ১০ গ্রাম ২৪ ক্যারেটের সোনার দাম ৫০,১৫০ টাকা ছিল এবং সেটি আজকে দাম কমে দাঁড়িয়েছে ৪৯,৮০০ টাকায়। দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার মূল্য ৪৭,০৫০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ৫১,৩৩০ টাকা। সোনার দামে যে বেশ পতন ঘটেছে তার প্রভাব ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ এবং কেরালাতে লক্ষ্য করা যাচ্ছে।

সেখানে ২২ ক্যারেট সোনার দাম ৪৪,৯০০ টাকা । সোনার দাম এর পতন হলেও রুপোর দাম কিন্তু সব জায়গাতেই সমান, আজকের দিনে ১ গ্রাম রুপোর দাম ৬১.৭০ টাকা। সুতরাং রুপোর থেকে সোনার চাহিদা বেশি হওয়ার জন্য ইতিমধ্যেই ক্রেতারা দোকানের সোনা কেনার জন্য ভিড় জমিয়েছেন আর কেনই বা হবে না কারণ সামনে বিয়ের মরসুম।