সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চীনকে ক’ড়া জ’বা’ব গালওয়ানে, সাহসিকতার জ’ন্য ২০ ITBP জওয়ান পা’বে’ন সন্মান

বহু ভারতীয় জওয়ান চোখে চোখ রেখে চিনকে জবাব দিয়েছেন। তাই সাহসিকতার পুরস্কার পাচ্ছেন ২০ ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ বা ITBP জওয়ান। চিনের অতর্কিত হামলায় রক্ত ঝরেছিল ভারতীয় সেনার। শহীদ হয়েছিলেন ২০ জওয়ান। তবে ওইদিনই রক্ত ঝড়িয়ে ভারতীয় ভূখণ্ডকে রক্ষা করেছিলেন বহু ভারতীয় জওয়ান।

এবার কেন্দ্র সরকার ৭৫ তম স্বাধীনতা দিবসে তাঁদের সম্মান জানাচ্ছে । ২৩ ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ বা আইটিবিপি জওয়ানের হাতে তুলে দেওয়া হবে সাহসিকতার সম্মান ‘পুলিশ মেডেল ফর গ্যালান্ট্রি’। একসঙ্গে এতজন আইটিবিপি জওয়ানকে সম্মান জানানোর নজির এর আগে স্বাধীন ভারতের ইতিহাস নেই।

আইটিবিপির জওয়ানরা পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চিনের চোখে চোখ রেখে লড়াই করেছিলেন। তাঁদের সাহসিকতা, বুদ্ধিমত্তা, উপস্থিত বুদ্ধি এবং যুদ্ধের কৌশল দিয়ে রুখে দিয়েছিলেন লালফৌজের আগ্রাসন। এমন ৮ আইটিপি জওয়ান, যাঁদের যুদ্ধকৌশল, পরিস্থিতি বিবেচনার দক্ষতা এবং কৌশলগত সিদ্ধান্ত সেদিন মাতৃভূমিকে রক্ষা করেছিল তাঁরা পাচ্ছেন ‘পুলিশ মেডেল ফর গ্যালান্ট্রি’।

তবে, পূর্ব লাদাখ ১৫ জুনের আগে ১৮ মে উত্তপ্ত হয়েছিল। ফিঙ্গার ফোর এলাকায় ভারত-চিন মুখোমুখি হয়। লালফৌজের চোখে চোখ রেখে আগ্রাসনের জবাব দেয় ভারতীয় সেনা। সেই পরিস্থিতিতে সাহসিকতার পরিচয় দিয়েছিল ৬ ITBP জওয়ান। তাঁদের গলায়ও উঠবে এই মেডেল।