সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাত্র ৮ দিনে ৭২ হাজার বু’থে দেওয়াল লিখনের নি’র্দে’শ রাজ্য বিজেপিকে! মাথায় হাত গেরুয়া শিবিরের

পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে নিজেদের শক্তি বাড়াতে এক নতুন উদ্যোগ নিল কেন্দ্র। রাজ্য বিজেপি নেতৃত্বের উদ্দেশে এক নির্দেশ দিয়েছেন অমিত শাহ, জেপি নাড্ডা (JP Nadda) ও বিএল সন্তোষরা। নির্দেশে বলা হয়েছে আজ বৃহস্পতিবার দলের প্রতিষ্ঠা দিবস থেকে ১৪ এপ্রিলের মধ্যে রাজ্যের ৭২ হাজার বুথে কমপক্ষে একটি করে দেওয়াল লিখন সম্পূর্ণ করতে হবে।

দেওয়ালে লিখতে হবে ‘আরেকবার ফের মোদি সরকার, আরেকবার ফের বিজেপি’। সূত্রে খবর,বাংলার ৩০ শতাংশ অর্থাৎ প্রায় ২১ হাজার বুথে কোনও কর্মী নেই বিজেপির। বাকি বুথে কর্মী থাকলেও অনেকক্ষেত্রেই কর্মীর অভাবে বুথ কমিটি গঠন করা যায়নি।এইসব বুথে দেওয়াল লেখা সম্ভব নয়।

ফলে বঙ্গ বিজেপির মাথায় হাত পড়েছে। অন্যদিকে,বাংলায় বিজেপির ক্ষমতা ক্রমহ্রাসমান। গোষ্ঠী দ্বন্দ্ব লেগেই রয়েছে। নেতাদের মধ্যে মুখ দেখাদেখি প্রায় বন্ধ। পুরনো কর্মীদের সেইভাবে আগ্রহ দেখাচ্ছেন না। সদস্য সংখ্যাও কমে যাচ্ছে। ফলে প্রথমেই নিজেদের সংগঠন মজবুত করতে কাজ করছে বিজেপি।

আরো খবর: নয়া ইতিহাসের সামনে ভারতীয় সেনা! এবার যুদ্ধ’ক্ষে’ত্রে গোলন্দাজ বাহিনীতে মহিলা জওয়ানরা

এছাড়াও কেন্দ্রের তরফে প্রতিটি মণ্ডলে বুদ্ধিজীবী ও সমাজসেবকদের তালিকা তৈরি করে চিন্তন শিবির করতে বলা হয়েছে। এতে বিজেপি কর্মীদের মধ্যে একতা বাড়বে এবং সাধারণ নাগরিকদের মধ্যে বিজেপির গ্রহণযোগ্যতা বাড়বে বলেই মনে করছে রাজনীতিবিদরা।