সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাবা-মেয়ে দুজনেই তিহাড় জে’লে, কেষ্টর বোলপুরের বাড়িতে ত’বে কে কে আছেন?

আগস্ট মাসে গরু পাচার মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডল। তারপর অনেকগুলো দিন পেরিয়ে গিয়েছে এখনো পর্যন্ত জামিনের আবেদন করেও কোন আশা পাওয়া যায়নি। কেষ্টর গ্রেফতারীর ৭ মাস পর গ্রেপ্তার হয়েছেন তার মেয়ে সুকন্যা মণ্ডল।

শুধু তাই নয় বাপ মেয়ের ঠিকানা হয়েছে তিহার জেল। দুজনেই আইনি লড়াই করছেন। অন্যদিকে বাবা-মেয়ের অনুপস্থিতিতে ধুধু প্রান্তর হয়ে গিয়েছে বীরভূম। তাদের নিচু পত্তির বাড়ি একেবারে ফাঁকা।

এখানে জনমানব নেই এলাকার শুনশান। কেউ কেউ আবার অনুব্রতর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় কয়েকটা ছবি তুলে নেন। কিন্তু এত বড় বাড়িতে পাহারায় কে রয়েছেন। নিরাপত্তার জন্য ওই বাড়িতে বেশ কয়েকজন পুলিশ কর্মী ছাড়া এখন আর কেউ থাকেন না।

তার বাড়ির কিছুটা দূরে রয়েছে তার ভাই সুব্রতর বাড়ি। দাদা ও ভাইজি গ্রেফতার হওয়ার পর থেকে নাকি তাদের সঙ্গে কোন সম্পর্ক রাখেন না সুব্রত। সুব্রত স্পষ্ট জানিয়ে দিয়েছেন অনুব্রত এবং ওনার মেয়ের সঙ্গে আমার কোন সম্পর্ক নেই।

সুকন্যার প্রস্তুতিতে সেই বাড়িতে আসতেন তার বান্ধবী সুতপা। কিন্তু বন্ধু নেই তাই বাড়িতে আসার প্রশ্নই নেই। এখন এই প্রাসাদ যেন ভুতুড়ে বাড়ি। মঙ্গলবার দিল্লির তিহার জেল থেকে জিবি পন্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনুব্রতকে।

আগের থেকে অনেক খারাপ হয়ে গিয়েছে শরীর। তার হার্টে ৮০ শতাংশ ব্লকেজ, এছাড়া লিভার খারাপ হয়ে গিয়েছে।দুইবেলা ইনসুলিন নিতে হচ্ছে অনুব্রতকে আপাতত হাসপাতালে রয়েছেন তিনি।