সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জম্মু-কাশ্মীরে অগ্নিবীর স্কি’মে দলে দলে যা’চ্ছে’ন স্থানীয় যুবক-যুবতীরা

অগ্নিবীর স্কিম কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যখন রিলিজ করা হয়েছিল, তখন সারা দেশ জুড়ে একটা আলোড়নের সৃষ্টি হয়েছিল, যার আলোতেই সমস্ত কিছু পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়েছিল। অর্থাৎ সারা দেশ জুড়ে মানুষের রোষ জেগে উঠেছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।

কারণ এই স্কিমের দ্বারা যে সমস্ত ছেলেদের অগ্নিবীর স্কিমের অন্তর্ভুক্ত করা হবে তাদের ৬০ বছর পর্যন্ত চাকরিতে রাখা হবে না। অর্থাৎ তাদের কিছু সময় পর চাকরি থেকে বের করে দেওয়া হবে। ঠিক এই কারণের জন্যই সরকারের প্রতি দেশের যুব সমাজের রাগ, ক্ষোভ উগড়ে উঠেছিল। তারা সবাই মিলে ট্রেন বন্ধ করে দিয়েছিল, এমনকি সম্পূর্ণ ট্রেন পর্যন্ত জ্বালিয়ে দিয়েছিল তারা।

এই স্কিমের পক্ষে কেউ তেমন সায় দেয় নি। কিন্তু এবার জম্মু কাশ্মীরে ছবিটা একেবারেই উলটো। কারণ ইতিমধ্যেই জম্মু কাশ্মীরের সুনজাওয়ানে অগ্নিবীর স্কিমের রিক্রুটমেন্ট র্যা লি শুরু হয়ে গেছে। যেখানে জম্মুর থেকে অনেক ছেলে দলে দলে যোগদান করছে। এখানে এবার অবাক করা বিষয় হল, দেশের যেখানে অন্যান্য রাজ্যের এই অবস্থা, সবাই এখানে যোগ দিতে নারাজ, সেখানে জম্মু কাশ্মীরের ছেলেরা এই স্কিমে যোগদান করছে।

অবশ্য এই স্কিম তাদের জন্য যারা কিনা দেশের সেবা করতে চায়। এখানে স্পষ্ট বলা হয়েছে যারা নিজেকে ও নিজের মনকে দারুণ ভাবে প্রস্তুত করেছে তাদের জন্যই এই অগ্নিবীর স্কিম। সেখানে থাকা এক যুবক রোহিত সিং এই যোগদান নিয়ে জানিয়েছেন আমি দেশের সেবা করতে চাই, এবং আমার যোগ্যতা দিয়ে আমি আর্মিতে নিজের স্থান পাকা করতে চাই। তাহলে এই দৃশ্য দেখে অনেকেই মনে করছে দেশের যুব সমাজের মনে কিছুটা হলেও অগ্নিবীরের প্রতি ভরসা রয়েছে।