সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অ’ন্য রকম খবর, পুজোর উপহার হি’সে’বে মিড-ডে মিলে স্টুডেন্টদের ১৫ কে’জি ইলিশ খাওয়ালেন ৭ শিক্ষক

স্যোশাল মিডিয়ার দৌলতেভালো খারাপ সব খবই কানে আসে, কিন্তু তার মধ্যে এমন কিছু খবর কানে আসে, যেটা সত্যি মন ভালো করে দেয়। কিভহুদিন আগেই স্যোশাল মিডিয়ার দৌলতে জানা গিয়েছিল একটি সুন্দর ঘটনা, শিক্ষক দিবস উপলক্ষে এক ছাত্র তার পকেট মানি থেকে টাকা বাচিয়ে শিক্ষকের জন্য নিমকি উপহার নিয়ে এসেছে।

যা শিক্ষক হিসেবে দারুণ প্রাপ্তি। এটাই সেই শিক্ষক শেয়ার করতেই নেটিজেনরা দারুণ প্রশংসা করতে থাকে । তবে এবার এমনই একটি ঘটনা ঘটেছে শিক্ষক ও ছাত্রদের মধ্যে। তবে ঠিক উলটো, পুজোর ছুটি এসেই গেছে স্কুল বন্ধ হয়ে যাবে এর মধ্যেই, তাই শিক্ষক দের তরফ থেকে ছাত্রদের উপহার। ১৫ কেজি ইলিশ মাছ কেনেন তারা নিজেদের বেতনের টাকা দিয়ে।

আর সেটাই মিড ডে মিলে পড়ুয়াদের খাওয়ান তারা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার মনসন্তোষ পার্ট বেসিক স্কুলে। স্কুলে মোট ১৮৫ জন ছাত্র তাদের জন্যই কেনা হয় ১৫ কেজি মাছ যার দাম ১৫০০০ টাকা। সেদিনের মিড ডে মিলের মেনু ছিল একেবারেই আলাদা, অন্য দিন গুলোর মতো একেবারেই নয়।

আরো পড়ুন: তফসিলি জাতির কাছে আ’রো বে’শি করে পৌঁছাতে হবে, ব্যাংকগুলোকে নি’র্দে’শ অর্থমন্ত্রীর

মিষ্টি কুমড়োর আলুর সবজি, সাথে ইলিশ মাছ ও চাটনি। এই নিয়ে স্কুলের সহকারি শিক্ষক জানিয়েছে, আমরা দিনের বেশিরভাগ সময় স্কুলেই কাটাই। তাই ভাবলাম একদিন একটু মেনু পরিবর্তন করে দেখি। তাই পূজোর আগে ছাত্রদের মাছ খাওয়ানোর ব্যবস্থা করলাম। স্বাভাবিক ভাবেই এই ইলিশ মাছ পেয়ে পড়ুয়াদের মুখে চওড়া হাসি।

কারণ তারা জানিয়েছে স্কুলে তারা ডিম, সবজি মাছ খাই। কিন্তু শিক্ষকেরা আমাদের ইলিশ মাছ খাওয়ালেন তাতে আমরা দারুণ খুশি। রাজ্যের অনেক জায়গা থেকে মিড ডে মিল নিয়ে প্রশ্ন ওঠে, কিন্তু মিড ডে মিলে ইলিশ খাওয়ানোর ঘটনা সত্যি অবাক করছে সকলকে।