সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২০২৪-এ মোদি হা’রু’ক, ক্যামেরার সা’ম’নে বললেন শাহরুখ খানের পাকিস্তানি “বাবা”

2024 সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী হেরে যান! এমনটাই চাইছেন পাকিস্তানি ফিল্ম জগতের জনপ্রিয় অভিনেতা জাভেদ শেখ। 2007 সালে মুক্তিপ্রাপ্ত বলিউড ছবি ‘ওম শান্তি ওম’ এ তিনি শাহরুখ খানের বাবার ভূমিকাতে অভিনয় করেছিলেন। তিনি পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা। ভারত এবং পাকিস্তানের সাংস্কৃতির যোগাযোগের বিষয়টি নিয়ে তিনি উদ্বিগ্ন। তাই তিনি চাইছেন নরেন্দ্র মোদীর পরাজয় ঘটুক।

Why Pak actor Javed Sheikh want Narendra Modi to lose in 2024 Elections ALB

তার দাবি 2024 সালে নরেন্দ্র মোদি সরকার ক্ষমতা থেকে চলে গেলেই ভারত এবং পাকিস্তানের সম্পর্কের উন্নয়ন হবে। দুই দেশের মধ্যে সম্পর্ক সহজ হবে এবং দুই দেশের শিল্পীরা আবারও একসঙ্গে কাজ করতে পারবেন। এমনটাই মনে করেন পাকিস্তানি ওই অভিনেতা। তার দাবি বলিউডের ফিল্মমেকার এবং নাট্যপরিচালকরাও পাকিস্তানের কলাকুশলীদের নিয়ে কাজ করতে চাইছেন।

উল্লেখ্য, পাকিস্তানের বহু জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রী বলিউডে কাজ করেছেন। তবে বিগত কয়েক বছরে পাকিস্তান থেকে অভিনেতাদের আগমন কমে এসেছে। 2016 সালে উরি হামলার পর বলিউডে পাকিস্তানিদের কাজ করা বন্ধ হয়ে গিয়েছে। জাভেদ শেখ জানিয়েছেন ওটিটি প্লাটফর্ম আসার পর বেশ কয়েকজন পাকিস্তানি অভিনেতা সেই সমস্ত ডিজিটাল মিডিয়াতে কাজ করেছেন। নরেন্দ্র মোদী সরকার সেখানে পাকিস্তানি অভিনেতাদের আটকাতে পারেননি।

উল্লেখ্য 2016 সালে উরি হামলার পর অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে বলিউডে পাকিস্তানি শিল্পীদের কাজ করার উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল। যার সঙ্গে মোদী সরকারের কোনো যোগাযোগ নেই। পাকিস্তানি সেনা এবং পাক গুপ্তচর সংস্থা আইএসআই যে জঙ্গিদেরকে নানাভাবে মদত দেয় তা বারবার প্রমাণিত হয়েছে। তবে জাভেদ শেখের দাবি মোদি সরকার চাইছেন পাকিস্তান জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করুক! এই দাবি কতটা যুক্তিযুক্ত সেই নিয়ে প্রশ্ন থেকেই যায়।