সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাত্র ৩৫ হাজার টা’কা খরচ করলেই মি’ল’বে ইলেকট্রিক বাইক, এক চা’র্জে দৌ’ড়া’বে ১৫০ কি’মি

সময়ের সাথে চলতে চলতে প্রযুক্তিগত বিভিন্ন দিক থেকেই উন্নতি ঘটেছে বিশ্বে। আর সেই হিসেবেই বিভিন্ন দেশে জনপ্রিয় হওয়ার সাথে সাথে ভারতেও তার কিছুটা হলেও প্রভাব পড়েছে। বর্তমানে দেশে পেট্রোল-ডিজেলের দাম অগ্নিমূল্য, তাছাড়া বৈদ্যুতিক গাড়ির ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেশের মানুষকে আরও বেশি আকর্ষিত করেছে। শুধু তাই নয়, পেট্রোল ডিজেল পুড়িয়ে যে পরিবেশ দূষণ এতদিন হয়ে আসছে তার থেকেও বিশাল মুক্তি দিতে চলেছে এই ইলেকট্রিক যানবাহন। সবকিছু মিলিয়ে দেখতে গেলে, কম খরচে বেশি সুবিধা পাওয়ার জন্য বৈদ্যুতিক যানবাহন একেবারে দারুণ উপযোগী।

কিন্তু, যারা পেট্রোল ডিজেল চালিত যানবাহন ব্যবহার করে থাকে তাদের জন্য কি উপায়? উপায় আছে,চাইলে আপনিও আপনার আগের কেনা গাড়িকে সহজেই পরিণত করতে পারবেন বৈদ্যুতিক যানে। কথাটা শুনে অবাক হলেও বাস্তবে এটা সম্ভব। এর জন্য আপনার শুধুমাত্র দরকার একটি ইভি কিটের, জ্বালানি চালিত ইঞ্জিন এর পরিবর্তে ইন্সটল করা থাকবে কনভার্সন কিটের।

ইভি রূপান্তর কিট ব্যবহার অনেক আগেই ব্যবহার করে দেখিয়েছে থানে ভিত্তিক ইভি স্টার্ট আপ। আর ঠিক তার পরেই আরটিওর তরফ থেকে অনুমোদন দেওয়া হয়েছে। ভারতে নভেম্বর থেকেই এই বৈদ্যুতিক যানে রূপান্তর করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

এখন যদি আপনি নিজের পুরনো যানকে নতুন বৈদ্যুতিক যানে পরিণত করতে চান তাহলে 35000 টাকা আপনাকে খরচ করতে হবে, ও তার সাথে জি এস টি বাবদ 6300 টাকা আপনাকে দিতে হবে। এর পরেই আপনি 3 বছরের ওয়ারেন্টি সহ এই কিটটি পেয়ে যাবেন। তবে হ্যাঁ আপনি যদি মোটরসাইকেলর রেঞ্জ 151 কিলোমিটার যাত্রা করার সুবিধা নিতে চান তাহলে আপনাকে পুরো ব্যাটারিসহ 95 হাজার টাকার প্যাকটি নিতে হবে।